গণতন্ত্র ব্যাহত করতে সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করে পতিত ফ্যাসিস্ট সরকার অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে গুলশান বিএনপি কার্যালয়ের সামনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার সময় এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে গণতন্ত্রের যাত্রা ব্যাহত করতে নৈরাজ্য সৃষ্টি করছে ফ্যাসিস্ট সরকার।’
হাদিকে হত্যার ঘটনায় গভীর ষড়যন্ত্রের উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ড ঘটিয়ে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন বানচাল চেষ্টা করছে পতিত সরকার।’ তারেক রহমান দেশে আসার প্রশ্নে তিনি বলেন, ‘হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাওয়া, স্মৃতিসৌধে যাওয়া ও বিভিন্ন জায়গায় যাওয়ার নিরাপত্তা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করছে বিএনপি।’
এসএস/টিকে