টলিউডের 'বেল্টম্যান' খ্যাত এবং বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক, যিনি তাঁর সুশৃঙ্খল জীবনযাপন এবং পারিবারিক মূল্যবোধের জন্য ইন্ডাস্ট্রিতে অত্যন্ত শ্রদ্ধার পাত্র, খ্যাতির বিড়ম্বনা ও জীবনের ভারসাম্য নিয়ে এক অমোঘ পরামর্শ দিলেন।
তিনি মনে করেন, খ্যাতি বা প্রতিপত্তি মানুষকে অনেক সময় অন্ধ করে দেয়, যা পতনের কারণ হতে পারে।
রঞ্জিত মল্লিক বলেন, "ভালো-মন্দ খেয়াল রাখা উচিত। একটু নাম ধাম হয়ে গেলেই লোকে এই সব ভুলে যায়।"
সাফল্য এলে অনেকেই অতীত বা উচিত-অনুচিত ভুলে যান। কিন্তু এই অভিনেতার পরামর্শ হলো, "একটু ব্যালান্স করে চলা, লোভে না পড়া, এই সব মেনে চললেই দেখবেন জীবন অনেক সুন্দর।"
অর্থাৎ, জীবনের মূল চাবিকাঠি হলো ভারসাম্য এবং লোভ সংবরণ করা। খ্যাতির শিখরে থেকেও কী করে মাটির মানুষ হয়ে থাকা যায় এবং শান্তিতে জীবন কাটানো যায়, তাঁর এই উক্তিটি নবীন প্রজন্মের কাছে সেই শিক্ষারই এক উজ্জ্বল দলিল।
এমআর/টিকে