সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, অভিভাবকদের আস্থা আবার প্রাথমিক বিদ্যালয়ের দিকে ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
উপদেষ্টা বলেন, আগে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। এখন হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি ভার্চুয়ালি ও প্রশিক্ষণ দেয়া হয়। আশা করি এই প্রশিক্ষণে আপনাদের কিছুটা হলেও উপকার হবে।
উপদেষ্টা বলেন, ইন্সট্রাক্টরদের শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ দিতে হবে।
ক্লাসে বসে শিক্ষকরা কীভাবে পড়াচ্ছেন তা পর্যবেক্ষণ করতে হবে এবং ভুল থাকলে তা সঙ্গে সঙ্গে সংশোধন করতে হবে। তিনি আরো জানান, আগে আধুনিক প্রশিক্ষণের সুযোগ সীমিত ছিল। এখন হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি ভার্চুয়াল প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এনডিসি পরিচালক (প্রশিক্ষক) মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা।
টিজে/টিএ