গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরির খোঁজে ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপ গার্দিওলার সম্পর্ক যে চিরস্থায়ী নয়, সেটি আবারও স্পষ্ট করলেন স্প্যানিশ কোচ নিজেই। তবে একই সঙ্গে জানিয়ে দিলেন, এখনই বিদায়ের কোনো ইচ্ছা নেই তার। ক্লাবকে ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুত থাকতে বললেও গার্দিওলা বলছেন, এই মুহূর্তে তার মনোযোগ পুরোপুরি সিটির দিকেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গার্দিওলা আগামী মৌসুমে থাকবেন কি না এমন অনিশ্চয়তার মধ্যেই তার সম্ভাব্য উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু করেছে ম্যানচেস্টার সিটি।
যদিও গার্দিওলার সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে ২০২৬–২৭ মৌসুমের শেষ পর্যন্ত। ২০২৪ সালের নভেম্বরে নতুন চুক্তিতে সই করেছিলেন তিনি।

এক সংবাদ সম্মেলনে শুক্রবার গার্দিওলা বলেন, ‘আমি এখানে সুখী, আমি থাকতে চাই। তবে ফুটবলে শেষ কথা বলে ফলাফল।

যখন অধ্যায় শেষ হবে, ক্লাবই সঠিক মানুষটিকে বেছে নেবে এই অসাধারণ সময়টাকে এগিয়ে নিতে। গত কয়েক বছরে অনেক গুঞ্জন হয়েছে, কিন্তু আমার ইচ্ছা এখনো এখানে থাকার। মৌসুম শেষে দেখা যাবে।’

লিগের শীর্ষে থাকা আর্সেনাল থেকে দুই পয়েন্ট পিছিয়ে থাকা সিটি শনিবার ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে।

২০২৪–২৫ মৌসুমে বড় কোনো ঘরোয়া শিরোপা জিততে না পারায় ২০১৬–১৭ সালের পর প্রথমবার ট্রফিশূন্য ছিল সিটি। তবে গ্রীষ্মকালীন পুনর্গঠনের পর চলতি মৌসুমে নতুন চ্যালেঞ্জ উপভোগ করছেন গার্দিওলা।

তিনি বলেন, ‘আমি উত্তেজিত, কারণ উন্নতির জায়গা আছে। গত মৌসুমটা খুব কঠিন ছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। এবার অনেক দিক থেকেই ভালো দেখছি দলকে।
অনুভূতিটা এখনো ভালো, তাই চালিয়ে যেতে চাই।’



বিদায়ের সময়সীমা নির্দিষ্ট করে না বলে গার্দিওলা জানালেন, বিষয়টা অনুভূতির। তিনি বলেন, ‘যেদিন মনে হবে খেলোয়াড়দের কাছ থেকে আর কিছু বের করে আনতে পারছি না, কিংবা দলকে আরো ভালো করার ছবি কল্পনা করতে পারছি না—সেদিনই বাড়ি ফিরব। এখনো সে অনুভূতি আসেনি।’

২০১৬ সালে সিটিতে যোগ দেওয়ার পর কমিউনিটি শিল্ড বাদে ১৫টি বড় শিরোপা জিতেছেন গার্দিওলা। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও ছিল তার সফল অধ্যায়।

চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচ বাকি থাকতে লিগ পর্বে চতুর্থ, প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থান, কারাবাও কাপে সেমিফাইনালে আছে গার্দিওলার সিটি। এসবই তাকে অনুপ্রাণিত করে বলে জানালেন গার্দিওলা।

তিনি বলেন, ‘জেতা, আবার জেতা-এই তো ফুটবলের কাজ। এটাই আমাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করে।’

পরের মৌসুমে থাকবেন কি না-এই প্রশ্নে গার্দিওলা বলেন, ‘আমি এখন এখানে। ভবিষ্যতে কী হবে কে জানে? ফুটবল খুব দ্রুত বদলায়। আমি চিরকাল এখানে থাকব না এ কথা আগেও বলেছি।’

এদিকে গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চেলসি কোচ এনজো মারেস্কার নাম ওঠায় স্পষ্ট অবস্থান নিয়েছেন ইতালিয়ান কোচ। একসময় সিটিতে গার্দিওলার সহকারী ছিলেন মারেস্কা।

তিনি বলেন, ‘এগুলো ১০০ শতাংশ জল্পনা। আমার ২০২৯ সাল পর্যন্ত চুক্তি আছে চেলসির সঙ্গে। আমার পুরো মনোযোগ এই ক্লাবেই। এক সপ্তাহ আগে ইতালিতে থাকায় আমাকে জুভেন্টাসের সঙ্গেও জড়ানো হয়েছিল। আমি এসব পাত্তা দিই না।’

২০২৪ সালের জুনে চেলসির দায়িত্ব নেওয়া মারেস্কা নিশ্চিত করেন, আগামী মৌসুমেও তিনি স্ট্যামফোর্ড ব্রিজেই থাকবেন। সমর্থকদের উদ্দেশে তার আহ্বান, ‘দলকে সমর্থন দিয়ে যান।’

শনিবার নিউক্যাসলের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে চেলসি। ম্যাচটির আগে মারেস্কা জানান, ইনজুরি কাটিয়ে লিয়াম ডেলাপ ও এস্তেভাও উইলিয়ান প্রত্যাশার চেয়ে দ্রুত ফিরতে পারেন।

টিজে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সামান্য বিরতি শেষে সেটে ফিরছেন শাহরুখ, সঙ্গে থাকবে সুহানাও! Dec 20, 2025
img
জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ Dec 20, 2025
img
মাস শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা Dec 20, 2025
img
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই Dec 20, 2025
img
‘ধুরন্ধর’-এ অক্ষয় খান্নাই শুধু নজরে, হিংসেয় জ্বলছেন মাধবন! Dec 20, 2025
img
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল Dec 20, 2025
img
নিজের উপর বিশ্বাসই আসল শক্তি: হৃত্বিক Dec 20, 2025
img
আইটেম গানের জন্য মালাইকা, নোরা, জ্যাকলিনরা কত পারিশ্রমিক নেন? Dec 20, 2025
img
ঢাবি থেকে ওসমান হাদির জানাজায় অংশ নিতে ৮ শিক্ষার্থীবাহী বাস রওনা Dec 20, 2025
img
বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য, হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার Dec 20, 2025
img
বত্রিশ হাজার স্কুলের প্রধান শিক্ষক পদ শুন্য রয়েছে : শিক্ষা উপদেষ্টা Dec 20, 2025
img
গ্রুপ পর্বে বাংলাদেশের সাথে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা Dec 20, 2025
img
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন Dec 20, 2025
img
চট্টগ্রামে জাপার সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে আগুন Dec 20, 2025
img
সংসদ ভবনসহ বিভিন্ন স্থানে বিজিবি-পুলিশ মোতায়েন Dec 20, 2025
img
বিয়ে ভাঙার পর নতুন প্রেমের জন্য প্রস্তুত হলেন হলিউড তারকা টম ক্রুজ! Dec 20, 2025
img
এবার মাদুরোর পরিবারের সদস্যদের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা Dec 20, 2025
img
আ.লীগ ব্যক্তিগত ও দলীয় স্বার্থে হাদিকে হত্যা করেছে : সালাউদ্দিন বাবু Dec 20, 2025
img
মাগুরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটরের বাড়িতে অগ্নিসংযোগ Dec 20, 2025
img
এপস্টেইন ফাইলের গোপন নথি ও ছবি প্রকাশ করল মার্কিন বিচার বিভাগ Dec 20, 2025