ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত প্রজ্ঞাপনে আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়ানো হয়েছে।
১৮ই ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ১১ জানুয়ারি, ২০২৬ তারিখের পরিবর্তে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত।
আর আপিল নিষ্পত্তি করা হবে ১২ থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত।
ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের (অতঃপর সংবিধান বলে উল্লিখিত) অনুচ্ছেদ ৬৫-এর অধীন সংসদ গঠন করার লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন; সেহেতু, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারগণকে আহ্বান জানাচ্ছে এবং উক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নবর্ণিত সময়সূচি ঘোষণা করছে:' রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯শে ডিসেম্বর, সোমবার।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০শে ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ঠা জানুয়ারি রোববার পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ই জানুয়ারি সোমবার থেকে ৯ই জানুয়ারি শুক্রবার পর্যন্ত।
আপিল নিষ্পত্তির তারিখ ১০ই জানুয়ারি শনিবার থেকে ১৮ই জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১শে জানুয়ারি বুধবার। ভোটগ্রহণ ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
টিকে/