বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিভাবান মিডফিল্ডার হামজা চৌধুরী এবার নতুন এক দিক দিয়ে নজর কাড়ছেন। ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে ফুটবল খেলায় পরিচিত হামজা সম্প্রতি ক্রিকেট ব্যাট হাতে মাঠে নামেন। ইংলিশ চ্যাম্পিয়নশিপে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের আগে দলের অনুশীলনে ব্যাট-বলের খেলায় মেতে ওঠেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সতীর্থদের করা পাঁচটি বলের মধ্যে দ্বিতীয় বলটি দুর্দান্ত টাইমিং করে দূরে পাঠাতে সক্ষম হন হামজা। প্রথম বলে একটু ব্যর্থ হলেও দ্বিতীয় বলটি তার ব্যাটিং দক্ষতার পরিচয় দেয়। পরবর্তী তিন বল ব্যাটে লাগাতে না পারলেও হাসি-ঠাট্টায় ব্যাটিং সেশন উপভোগ করেন এই ফুটবল তারকা। বোলিং করতেও তাকে দেখা গেছে অনুশীলনে, যা ফুটবলের বাইরে তার বহুমুখী খেলোয়াড় হিসেবে পরিচিতি বহন করে।
হামজা চৌধুরীর জাতীয় দলের অভিষেক হয়েছিল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে খেলা মার্চ মাসে। এরপর সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। গত মাসে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ ১-০ গোলে জয়ী হয়, যেখানে হামজা দলের সাফল্যে অবদান রেখেছেন। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও তাকে মাঠে দেখা যাবে।
এবি/টিকে