প্রিয় হাদি, তুমি থাকবে সব বাংলাদেশির বুকের ভেতর : জানাজায় প্রধান উপদেষ্টা

শহীদ শরিফ ওসমান হাদির বিদায় নয়, বরং তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করতেই মানুষ আজ (গতকাল) একত্র হয়েছে-এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।

এটা কেউ সরাতে পারবে না।’

গতকাল শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় শরিক হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘লাখ লাখ মানুষ আজ (গতকাল) এখানে হাজির হয়েছেন।

ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। সবাই তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। বিদেশে যাঁরা বাংলাদেশি আছেন, তাঁরাও হাদির কথা জানতে চান।

হাদির স্বপ্ন পূরণ করতেই এই সমবেত হওয়া, উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আজ (গতকাল) আমরা প্রিয় হাদির বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করার জন্যই আমরা একত্র হয়েছি। এই ওয়াদা শুধু বর্তমান প্রজন্মের নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ, যেখানে যে অবস্থানেই থাকুক, এই দায়িত্ব বহন করবে।

হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে তাঁর সহজ সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এসব গুণের জন্যই সবাই আজ তাঁর প্রশংসা করছে। তিনি বলেন, ‘সেটা আমরা মনেপ্রাণে গ্রহণ করছি। এটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে, আমরা যেন সেটা অনুসরণ করতে পারি।’

বক্তব্যে বারবার হাদির দেওয়া ‘মন্ত্র’-জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার প্রথম পঙিক্ত ‘বল বীর, উন্নত মম শির!’-এর কথা উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ‘তুমি আমাদের এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, যা বাংলাদেশের কেউ কোনো দিন ভুলতে পারবে না। এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। বাংলাদেশের বড় মন্ত্র হয়ে তোমার এই মন্ত্র আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে।’

ড. ইউনূস বলেন, ‘তোমার মন্ত্র ছিল বল বীর, উন্নত মম শির! এই উন্নত মম শিরের মন্ত্র বাংলাদেশের সন্তানরা জন্মলগ্ন থেকে যত দিন বেঁচে থাকবে, নিজের কাছে বলবে-বল বীর, উন্নত মম শির! আমাদের শির কখনো নত হবে না।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘যে মন্ত্র তুমি দিয়ে গেছো, দুনিয়ার সব কাজে আমরা সেটা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াব, কারো কাছে মাথা নত করব না। যে মন্ত্র তুমি দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব।’

নির্বাচন ও রাজনীতির ক্ষেত্রেও হাদির রেখে যাওয়া শিক্ষার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে কিভাবে নির্বাচন করতে হয়, তারও একটা প্রক্রিয়া আমাদের জানিয়ে গেছো। কিভাবে প্রচার-প্রচারণা চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে মানুষের সঙ্গে বিনীতভাবে আচরণ করতে হয় -সবকিছুই তুমি শিক্ষা দিয়ে গেছো।’

এই শিক্ষাকে রাজনৈতিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই শিক্ষা গ্রহণ করেছি। আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমাদের রাজনৈতিক জীবনে এটাকে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘হাদি, তুমি হারিয়ে যাবে না, এই জাতি তোমাকে ভুলতে পারবে না। যুগের পর যুগ ধরে তুমি এই জাতির সঙ্গে থাকবে, তোমার মন্ত্র বারবার তোমাকে মনে করিয়ে দেবে।’
বক্তব্যের শেষে অধ্যাপক ইউনূস বলেন, ‘আজ হাদিকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তাঁর কথা স্মরণে রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব।’
সূত্র : বাসস

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ: গোলাম পরওয়ার Dec 21, 2025
img
ভারত সফর শেষে কত টাকা গেল মেসির পকেটে! Dec 21, 2025
img
ওসমান হাদির মৃত্যুতে ইরান দূতাবাসের শোক Dec 21, 2025
img
এ কে খন্দকারের মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক Dec 21, 2025
img
গান গাইতে গিয়ে হেনস্তার শিকার লগ্নজিতা চক্রবর্তী Dec 21, 2025
img
লাগেজ সুরক্ষায় বডি ক্যামেরা চালু করল বিমান Dec 21, 2025
img
প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়াদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা Dec 21, 2025
img
স্নেহচুম্বনের দৃশ্য প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার রাকেশ বেদী Dec 21, 2025
img
ভারতে রোগীর ভাঙা পায়ের বদলে সুস্থ পায়ে অস্ত্রোপচার! Dec 21, 2025
img
বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা: ধর্ম উপদেষ্টা Dec 21, 2025
img
মতামত ও বক্তব্যের কারণে হামলা গ্রহণযোগ্য নয় : রিজভী Dec 21, 2025
img
রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ২৪ ডিসেম্বর Dec 21, 2025
img

অর্থ অত্মসাৎ মামলা

শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Dec 21, 2025
img
নাশকতার মামলায় জামিন পেলেন বিএনপি নেতা কাইয়ুম Dec 21, 2025
img
কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস Dec 21, 2025
img
চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত হাকিমি Dec 21, 2025
img
১৭ ম্যাচ ধরে জয়হীন উলভারহ্যাম্পটন, গড়ল লজ্জার রেকর্ড Dec 21, 2025
img
মাত্র তিন মাসেই সফর শেষ জনপ্রিয় শো এসআইটি বেঙ্গলের Dec 21, 2025
img
হাতিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা Dec 21, 2025
img
জীবনের প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করতে চায় আরিয়ান Dec 21, 2025