কেউ কেউ ব্যালন দ’রের লড়াইয়েও দেখেছিলেন রাফিনিয়াকে। কিন্তু বিস্ময়ে ভাসিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সর্বোচ্চ গোলদাতার জায়গা হয়নি ফিফার সেরা একাদশে। এতে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা একাদশ ঘোষণা করা হয়। ২০২৪ সালের ১১ অগাস্ট থেকে ২০২৫ সালের ২ অগাস্ট পর্যন্ত সময়ে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয় সেখানে।
এতে সবচেয়ে বেশি ৬ জন খেলোয়াড় জায়গা পান ট্রেবলজয়ী পিএসজির। বার্সেলোনা থেকে জায়গা পান লামিনে ইয়ামাল ও পেদ্রি।
রাফিনিয়ার অনুপস্থিতি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এতে যোগ দিলেন ফ্লিক। আগামী রোববার লা লিগায় ভিয়ারেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে রাফিনিয়াকে একাদশে না রাখায় কড়া সমালোচনা করলেন জার্মান কোচ।
“এটা এমন কিছু, যেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ একটা হাস্যকর ব্যাপার। রাফিনিয়ার সেখানে না থাকা অবিশ্বাস্য ব্যাপার।”
“গত মৌসুমে তার প্রভাব ছিল অবিশ্বাস্য। সে ছিল চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। (এরপরও তার সেরা একাদশে না থাকা) এটা অবিশ্বাস্য।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তার প্রভাব। এটা হাস্যকর। আমার বিশ্বাসই হচ্ছে না সে এটাতে নেই। ওই মৌসুমে এটা তার প্রাপ্য, এটা অবিশ্বাস্য।”
গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান ছিল রাফিনিয়ার। সেবার সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ৩৪টি গোল করার পাশাপাশি ২৬টি অ্যাসিস্ট করেন তিনি।
২০২৫ সালের ব্যালন দ’রের লড়াইয়ে তিনি হন পঞ্চম।
১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগার চূড়ায় আছে বার্সেলোনা। জয় দিয়ে বছর শেষ করতে উন্মুখ শিরোপাধারীরা। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারেয়াল।
এসকে/টিকে