ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের (স্নাতক) স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যে প্রকাশিত প্রবেশপত্রের রোল ও সিরিয়াল নম্বর বহাল থাকবে।
তবে পরীক্ষার সংশোধিত আসনবিন্যাস আগামী ২৫ ডিসেম্বর প্রকাশ করা হবে।
একই সময়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় যেসব পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে ২১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
আবেদনের সময় পরীক্ষার্থীদের অবশ্যই অনলাইনে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি আপলোড করতে হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
টিজে/টিকে