দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১১৩ বলে ১৭২ রান করেছেন পাকিস্তানের উদীয়মান ব্যাটার সামির মিনহাস। তার এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ভারতকে ৩৪৮ রানের বিশাল লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
১৭২ রানের ইনিংস খেলার পথে সামির ১৭টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন। আর সেঞ্চুরি তুলে নেন মাত্র ৭১ বলে। যা ভারতীয় দলের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশীর পর এই আসরের দ্রুততম সেঞ্চুরি।
ভারতের বিপক্ষে ফাইনালে সেঞ্চুরির আগে এই আসরে মালয়েশিয়ার বিপক্ষে রেকর্ড ১৭৭* রানের ইনিংস খেলেছিলেন সামির। এরপর গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নয় রান করে আউট হন।
তবে, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের বিপক্ষে যথাক্রমে ৪৪ এবং ৬৯* রান করে ঘুরে দাঁড়ান সামির।
এবি/টিকে