সিরাজগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরপক্ষ কনে পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে। স্থানীয় সূত্র ও কনেপক্ষের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরে গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন। বিয়ের আনুষ্ঠানিকতার একপর্যায়ে কনেপক্ষের ছোটরা মজা করে বরের জুতা লুকিয়ে রাখে।
অভিযোগ রয়েছে, এই সামান্য ঘটনাকে কেন্দ্র করেই বরপক্ষের লোকজন হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। বাগবিতণ্ডার একপর্যায়ে তারা সাফ জানিয়ে দেন, এই বিয়ে তারা করবেন না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বরপক্ষের লোকজন কনের বাড়ির টেবিল-চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করেন এবং কনেপক্ষের ওপর চড়াও হন।
কনের খালা খাদিজা বেগম আক্ষেপ করে বলেন, 'বিয়ের দিন বরকে বরণ করার জন্য আমরা স্মার্টফোন ও দশ আনি ওজনের স্বর্ণের চেইনের ব্যবস্থা করেছিলাম। এছাড়া প্রায় ২০০ জন অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। কিন্তু বরপক্ষ বিয়ে না করে চলে যাওয়ায় এবং হট্টগোল করায় সব খাবার নষ্ট হয়ে গেছে।'
এবি/টিকে