কিয়ারা আদভানির ‘নাদিয়া’ চরিত্রে প্রথম লুক প্রকাশ!
মোজো ডেস্ক 06:27PM, Dec 21, 2025
দক্ষিণী সিনেমার দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, কিয়ারা আদভানির প্রথম লুক প্রকাশিত হলো ‘নাদিয়া’ চরিত্রে, যা তাকে নিয়ে আসে ইয়াশের সিনেমা টক্সিক এ ফেয়ারটেল ফর গ্রোয়ান-আপস-এ। কেজিএফের সপ্তম বার্ষিকীতে প্রকাশিত এই লুক ভিজ্যুয়ালি চমকপ্রদ এবং আবেগপূর্ণ।
সার্কাস থিমের এই চরিত্রে কিয়ারা রয়েছেন ঝলকানি ও ছায়ার মধ্যে, যা দেখায় নাদিয়ার মধ্যে লুকানো ব্যথা। এটি দর্শকদের কাছে জানাচ্ছে গল্পটি কেবল দৃষ্টিনন্দন নয়, বরং গভীর, অন্ধকারময় এবং মানবিক। পরিচালক গীতু মোহনদাস বলেছেন, কিয়ারার অভিনয় “রূপান্তরকারী” এবং এটি ভারতীয় সিনেমার এক নতুন সমকালীন চরিত্র হিসেবে নাদিয়াকে পরিচিত করতে পারে।
অ্যাকশন পরিচালনা করেছেন জেজে পেরি (জন উইক), সঙ্গীত দিয়েছেন রবি বাসরুর, এবং ভিজ্যুয়ালস করেছেন রাজীব রবি। সিনেমাটি ১৯ মার্চ, ২০২৬-এ মুক্তি পাবে, ঈদ, উগাদি ও গুড়ি পদ্বার সময়। ইতিমধ্যেই টক্সিককে পরবর্তী প্যান-ইন্ডিয়া ফেনোমেনন হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এবং নাদিয়ার চরিত্র কিয়ারা আডভানিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে প্রস্তুত।