বিশ্বজুড়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডকে আবারও নতুন করে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আগামী বছরের জানুয়ারি থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে জেমস বন্ড সিরিজের একাধিক চলচ্চিত্র।
অ্যামাজন এমজিএম স্টুডিওজের সঙ্গে করা একটি বিশেষ চুক্তির আওতায় এই সিনেমাগুলো নেটফ্লিক্সে দেখার সুযোগ পাচ্ছেন বিনোদনপ্রেমীরা। আগামী ১৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানভাষী দেশগুলো, লাতিন আমেরিকাসহ আরও কয়েকটি অঞ্চলের নেটফ্লিক্স গ্রাহকেরা জেমস বন্ডের জনপ্রিয় সিনেমাগুলো উপভোগ করতে পারবেন।
নেটফ্লিক্সে যুক্ত হওয়া তালিকায় রয়েছে সর্বশেষ বন্ড ফিল্ম ‘নো টাইম টু ডাই’, পাশাপাশি ‘ডাই অ্যানাদার ডে’, ‘কোয়ান্টাম অব সোলেস’ ও ‘স্কাইফল’। তবে চুক্তির শর্ত অনুযায়ী, এই সিনেমাগুলো মাত্র তিন মাসের জন্যই নেটফ্লিক্সে উপলভ্য থাকবে।
জেমস বন্ড সিরিজের পাশাপাশি অ্যামাজনের মালিকানাধীন আরো কিছু জনপ্রিয় কনটেন্টও নেটফ্লিক্সে আসছে। এর মধ্যে রয়েছে ‘রকি’ ও ‘ক্রিড’ সিরিজের নির্বাচিত সিনেমা এবং ‘লিগ্যালি ব্লন্ড’ ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্রগুলো।
এদিকে নতুন জেমস বন্ড সিনেমার জন্য ভক্তদের অপেক্ষা আরো দীর্ঘ হচ্ছে। পরিচালক দেনি ভিলেনোভ নির্মিত ২৬তম বন্ড চলচ্চিত্র ২০২৮ সালের আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। সেই দীর্ঘ অপেক্ষার সময়ে নেটফ্লিক্সে বন্ড সিনেমাগুলোর আগমন ভক্তদের আগ্রহ ও উত্তেজনা ধরে রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএন