বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে দল সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে লাখো মানুষ জড়ো করার কোনো পরিকল্পনা নেই। তবে তারেক রহমানের আগমন উপলক্ষে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবে।
সোমবার বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, দেশবাসী বর্তমানে নানা শঙ্কার মধ্যে রয়েছে। তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অসহযোগিতার লক্ষণ দেখা যাচ্ছে না।
মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, কোটি কোটি মানুষ তারেক রহমানকে একনজর দেখার অপেক্ষায় আছে।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান আগামী বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। এরপর শনিবার ২৭ ডিসেম্বর তিনি ভোটার হিসেবে নিবন্ধন করবেন।
পিএ/টিএ