রাতভর আতঙ্কে কাটালেন উরফি জাভেদ। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও উদ্ভট ফ্যাশনের জন্য আলোচিত উরফি সোমবার ভোররাতে বোন ডলি জাভেদের সঙ্গে মুম্বইয়ের দাদাভাই নওরোজি থানায় ছুটে যান। উরফি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “ঘড়িতে এখন ভোর ৫টা। আর আমি এখন থানায় বসে রয়েছি। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল। গোটা রাত এক মিনিটের জন্যও আমি আর আমার বোন ঘুমোতে পারিনি।”
ডলি জাভেও একই ছবি ও বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমি ভেবেছিলাম মুম্বই বোধহয় নিরাপদ! কিন্তু এত ভয়ানক! গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। এমন বিরক্তিকর এবং অনিরাপদ বোধ করলাম এই শহরে।” যদিও উরফি এবং ডলি কোন বিশেষ কারণে অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হয়েছেন তা স্পষ্ট করেননি, তবে পোস্ট থেকে বোঝা যাচ্ছে ঘটনা যথেষ্ট ভয়ঙ্কর ছিল।
নেটিজেনদের মধ্যে ইতোমধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই হেনস্তার আশঙ্কা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ উরফির খোলামেলা ফ্যাশন স্টেটমেন্টকেও দায়ী করছেন। যদিও ঘটনা সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য উরফি প্রকাশ করেননি, তবুও এ ধরনের পোস্ট আবারও তাঁর প্রতি জনসাধারণের কৌতূহল ও উদ্বেগ বাড়িয়েছে।
উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় বরাবরই অত্যন্ত সক্রিয়। সিনেমা বা সিরিজের চেয়ে তাঁর প্রভাব সোশ্যাল প্ল্যাটফর্মেই বেশি। উদ্ভট ফ্যাশন এবং খোলামেলা পোশাকের কারণে তিনি বারবার আলোচনায় থাকেন। সাম্প্রতিক অতীতে বিজেপি তাঁকে নগ্নতার প্রচারকারীর অভিযোগও করেছে, এবং করণ জোহরের ‘দ্য ট্রেটর্স ইন্ডিয়া’ জয়েও উরফি খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন।
এমকে/টিএ