টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত সম্প্রতি সম্পর্ক এবং ভালোবাসার উপর নিজের দর্শন শেয়ার করেছেন। সাবলীল অভিনয় এবং স্টাইলিশ উপস্থিতির জন্য পরিচিত এই অভিনেত্রী মনে করেন, ভালোবাসায় কেবল অনুভূতি থাকলেই হয় না, সঙ্গীর প্রতি শ্রদ্ধাবোধ এবং মার্জিত ভাষার ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ।
স্বস্তিকা বলেন, "ভালোবাসায় ভালো ভাষাটাও দরকার। আসলে কথাতেই শুরু, কথাতেই শেষ।" তিনি আরও বলেন, রাগের মুহূর্তে অনেক সময় মানুষ সঙ্গীকে কটু কথা বলে বসে, যা সম্পর্কের ফাটল ধরায়। মিষ্টি কথায় যেমন মন জয় করা যায়, তেমনি কটু কথায় সুন্দর সম্পর্কও মুহূর্তেই ভেঙে যেতে পারে। তাই সম্পর্কের উন্নতি ও টিকে থাকার জন্য সংযত ও শ্রদ্ধাশীল ভাষার ব্যবহার অপরিহার্য।
স্বস্তিকার এই পরামর্শ বিশেষভাবে আধুনিক দম্পতিদের জন্য প্রাসঙ্গিক, যারা তাড়াহুড়ো এবং তীব্র আবেগের মধ্যে প্রায়শই কথার ব্যবহার নিয়ে ভুল করে ফেলেন। তার বক্তব্য একবার মনে করিয়ে দেয়, সম্পর্কের মজবুতি মূলত কথার সৌজন্য ও আন্তরিকতার ওপর নির্ভর করে।
আইকে/টিএ