বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ যদি ব্যক্তি স্বার্থে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করে, তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন নিয়ে একটি গোষ্ঠীর অনীহার কারণে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এক বাণিজ্য সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু। এ সময় তিনি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, গণমাধ্যমে হামলা এবং বিভিন্ন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তার প্রত্যাবর্তন দল ও দেশের মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে ব্যবসা-বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর আশ্বাস দেন তিনি।
এর আগে বাণিজ্য সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকারের ক্ষমতা কোনো রাষ্ট্রের জন্য ভালো নয়, জনগণের ক্ষমতাই রাষ্ট্রের জন্য ভালো। এটার জন্যই গণতন্ত্র। গণতন্ত্রের লক্ষ্য হলো জনগণের ক্ষমতার মাধ্যমে সরকারের ক্ষমতা ব্যালেন্স করা। আমরা জনগণের ক্ষমতায় ভিত্তি করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই।’
বাণিজ্য সংলাপের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘এই কাজটা আমরা আসলে গত ৬ মাস ধরে করছি। ইতোমধ্যে অনেকগুলো বিভাগে করেছি। আজকে চট্টগ্রামে করছি। শুধু ঢাকা বাকি রয়েছে। প্রায় সময় আমরা দেখেছি, ব্যবসায়ীরা বিভিন্ন কাজে রাজনীতিবিদদের অর্থাৎ মন্ত্রী-এমপিদের কাছে যায়। আমরা এই সিস্টেমটা ভাঙতে চাই। এটার উদ্দেশ্য হলো রাজনীতিবিদরা আপনাদের কাছে আসবে।’
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সেলিম রহমান, সাবেক প্রথম সহসভাপতি এম এ সালাম, বারভিডার সাবেক মহাসচিব মো. হাবিবুর রহমান, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মীর আব্দুস সালাম, বান্দরবান চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য জসীম উদ্দিনসহ আরও অনেকে।
ইউটি/টিএ