সাভারের বিরুলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের বাঘ্নিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল আমিন।
গ্রেপ্তারকৃত আব্দুস সামাদ (৫২) সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাঘ্নিবাড়ি এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং বিরুলিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ইউটি/টিএ