গাজীপুর-২ (সদর- টঙ্গী) আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও শ্রমিক দলের কেন্দ্রীয় কার্য নির্বাহীর সভাপতি সালাউদ্দিন সরকারের সমর্থকেরা।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গীতে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন বিএনপির এই নেতা।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক এম এ মান্নানের ছেলে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির নাম ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।এরপর থেকেই মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন সরকারের সমর্থকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মশাল মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে চেরাগ আলী বাসস্ট্যান্ডে এসে অবস্থান নেয়। এ সময় নেতাকর্মীরা ‘ন্যায্য মনোনয়ন চাই’, ‘তৃণমূলের মতামত মানতে হবে’, সহ বিভিন্ন স্লোগান দেন। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। এ দিকে নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন সরকার বলেন, ‘আমি দলের একজন কর্মী। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে গাজীপুর-২ আসনের বাস্তবতা যেভাবে বদলেছে, তাতে তৃণমূল নেতাকর্মীদের মতামত গুরুত্ব দিয়ে শোনা উচিত। দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে কাজ করব।
প্রসঙ্গত, বাংলাদেশ নির্বাচন কমিশন গাজীপুর-২ আসন থেকে টঙ্গী, গাছা ও পূবাইলের আংশিক নিয়ে গাজীপুর-৬ নামে আরেকটি নতুন আসন সৃষ্টি করে গ্যাজেট প্রকাশ করে। উচ্চ আদালত থেকে এই গেজেট বাতিল হওয়ার পর টঙ্গী পুনরায় গাজীপুর-২ আসনে ফিরে যায়। এতে দলীয় মনোনয়ন নিয়ে জটিলতা দেখা দেয়।