ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে জোরালো পদক্ষেপের আশ্বাস ইশরাকের

ঢাকা-৬ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ধোলাইখাল এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ট্রাকস্ট্যান্ড এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে এ সমস্যা সমাধানে তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট সব জায়গায় গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর ৪১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, ধোলাইখাল একটি গুরুত্বপূর্ণ ও প্রশস্ত সড়ক হওয়া সত্ত্বেও বছরের পর বছর দুই পাশ দখল করে ট্রাকস্ট্যান্ড বানিয়ে রাখা হয়েছে। আমাদের জরিপে দেখা গেছে, দিনের বেশিরভাগ সময়ে রাস্তার ৭০ থেকে ৮০ শতাংশ জায়গা দখল হয়ে থাকে। এর ফলে এই এলাকার রাস্তার অবস্থা ঢাকা শহরের অন্যতম করুণ অবস্থায় পরিণত হয়েছে।

ইশরাক হোসেন বলেন, মহান আল্লাহর অশেষ ইচ্ছা ও জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ধোলাইখালসহ ঢাকা-৬ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি জোরালো ও যথাযথ উদ্যোগ নেবেন। এ কাজে এলাকার মুরুব্বি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান তিনি। সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাস আর রাজনীতি এক জিনিস নয়। বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে প্রাসঙ্গিকতা হারিয়েছে। তারা এখন সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর নির্ভর করে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তিনি দাবি করেন, গত বছরই জনগণ আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, বেকারত্ব ও মাদক সমস্যা প্রকট আকার ধারণ করেছে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এসব সমস্যা থেকে উত্তরণে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। তাই ১২ ফেব্রুয়ারি সবাই যেন অবাধ ও নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। যাকে ইচ্ছা তাকে ভোট দিন, তবে ভোট প্রয়োগ অবশ্যই করুন।

তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। জন্ম আমার এখানে, মৃত্যু এখানেই হোক— এই দোয়াই আমি আল্লাহর কাছে করি। আপনাদের ছেড়ে কোনোদিন এই এলাকা বা বাংলাদেশ ত্যাগ করব না।

তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে এলাকাবাসীর কাছে দোয়া চান।

ইউটি


Share this news on:

সর্বশেষ

img
শীতে ত্বকের যত্নে বেদানার খোসা Dec 23, 2025
img
২০২৫ সালে রাজত্ব নারী তারকাদের Dec 23, 2025
img
তামান্না নয়, গল্পই মুখ্য ‘ধুরন্ধর’-এ Dec 23, 2025
img
এনসিপি নেতাকে গুলি, দেশত্যাগ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি Dec 23, 2025
img
ওবায়দুল কাদেরের পালিত পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা Dec 23, 2025
img
জামায়াত-বিজেপি-এলডিপির প্রধানসহ গানম্যান পাচ্ছেন ৫ ব্যক্তি Dec 23, 2025
img
৭ ঘন্টায় ১২ লাখ টাকা জমা পড়লো তাসনিম জারার নির্বাচনী ফান্ডে Dec 23, 2025
img
কুমিল্লায় রাতে অভিযান চালিয়ে আ.লীগের ৩ নেতাকে গ্রেপ্তার Dec 23, 2025
img
ক্যাম্পাস থেকে বের করার হুমকি ছাত্রদল নেতার, জবাব রাকসু জিএস আম্মারের Dec 23, 2025
img
ব্যবসায়ীদের কাছে রাজনীতিবিদদের যেতে হবে: আমীর খসরু Dec 23, 2025
img
নুরের আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি নেতা Dec 23, 2025
img
তাসকিনের বোলিং ঝলকের পর জেমসের ব্যাটে শারজাহর জয় Dec 23, 2025
img
ভেনেজুয়েলাকে পূর্ণ সমর্থনের অঙ্গীকার রাশিয়ার Dec 23, 2025
img
মাদুরোকে ক্ষমতা থেকে সরে যেতে হবে: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী Dec 23, 2025
img
আফিফ-জাকিরের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন মিরাজ Dec 23, 2025
img
এক কেজি পেঁয়াজও ওপারে যাবে না, বিক্ষোভে বিজেপি নেতা শুভেন্দু Dec 23, 2025
img
সাবিনাদের জন্য দুই নারী ইরানি কোচ নিয়োগ Dec 23, 2025
img
সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা Dec 23, 2025
img
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে জোরালো পদক্ষেপের আশ্বাস ইশরাকের Dec 23, 2025
img
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা Dec 23, 2025