বগুড়ায় জামায়াতের ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীর অন্তত ২০ জন নেতাকর্মী দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর মহল্লায় আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে আসেন তারা। নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী মো. মোশারফ হোসেন।

দলীয় সূত্রে জানা যায়, জামায়াতের সহযোগী সদস্য জাকির হোসেনের নেতৃত্বে এসব নেতাকর্মী দলত্যাগের সিদ্ধান্ত নেন এবং বর্তমানে বিএনপির নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তাদের যোগদানে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন।

যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি কিংবা আবেগকে পুঁজি করে ভোট আদায়ের রাজনীতি তারা আর করতে চান না। মোশারফ হোসেনের স্বচ্ছ রাজনৈতিক অবস্থান, জনসম্পৃক্ততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তাদের বিএনপিতে আসতে উদ্বুদ্ধ করেছে, সাবেক এমপি হিসেবে তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বলেও তারা মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে সাইবার অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করার চেষ্টা করছে। নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের জনপ্রিয়তা বাড়তে থাকায় এসব অপচেষ্টা আরও জোরদার হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে মানুষের পাশে থাকার রাজনীতিতে। আজ যারা ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে এসে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। দেশের বর্তমান সংকটময় সময়ে গণতন্ত্র ও দেশপ্রেমে বিশ্বাসী শক্তির ঐক্য সময়ের দাবি।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী মো. মোশারফ হোসেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img

মুফতি মনির হোসাইন কাসেমী

আমরা সবাই বুকে বুক মিলিয়ে ধানের শীষ ও খেজুরগাছ প্রতীক নিয়ে কাজ করব Dec 23, 2025
img
আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় Dec 23, 2025
img
রংপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এটিএম আজহারুল ইসলাম Dec 23, 2025
img
ঢাকা থেকে বিপিএল সরিয়ে নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন বিসিবি সভাপতি Dec 23, 2025
img
সামান্থাকে নিয়ে জনতার টানাহেঁচড়া, রাগের বশে কী করলেন স্বামী রাজ? Dec 23, 2025
img
বাংলাদেশে পা রেখেছেন মোহাম্মদ আমির, খেলবেন কোন দলে? Dec 23, 2025
img
সুনিল গাভাস্কারের ব্যক্তিসত্তা রক্ষায় নজির সৃষ্টি করল আদালত Dec 23, 2025
img
তৈমুরের জন্মদিনে মেসি থিমে বার্থডে পার্টির আয়োজন কারিনার! Dec 23, 2025
img
টানা ৩ দফায় বাড়ল রুপার দাম, ভরি কত? Dec 23, 2025
img
স্বাস্থ্য খাতে ব্রিটিশ মডেল আনতে চায় বিএনপি: ডা. রফিকুল ইসলাম Dec 23, 2025
img
বহু বছর পর ফের সামনে এলো শেফালি-হর্ষের বিচ্ছেদের গল্প Dec 23, 2025
img
বরিশাল-৫ আসন অবশ্যই আমাদের থাকবে : ফয়জুল করীম Dec 23, 2025
img
ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে ‘শহিদি শপথ’ ইনকিলাব মঞ্চের Dec 23, 2025
img
কর্মপরিষদসহ বিভিন্ন পর্যায়ে জামায়াতে নারীর অংশগ্রহণ ৪২ শতাংশ : আযাদ Dec 23, 2025
img
‘মা-বাবা তোমায় অগাধ ভরসা করে’, আহানের জন্মদিনেই প্রেমে সিলমোহর অনীতের? Dec 23, 2025
img
বিপিএলে একই দলে মাঠে নামবেন বাবা ও ছেলে Dec 23, 2025
img
হাদি হত্যা: মূল অভিযুক্তের ব্যাংক হিসাব নিয়ে আদালতের নতুন নির্দেশনা Dec 23, 2025
img
ওয়েব সিরিজের প্রোমোতে রোহিত, বিনোদন দুনিয়ায় পা রাখা নিয়ে শুরু জল্পনা Dec 23, 2025
img
ঈশ্বরের চেয়ে তো মোদী ভাল, উনি অন্তত মানুষের খেয়াল রাখেন: জাভেদ আখতার Dec 23, 2025
img
বাংলাদেশের দীপু হত্যাকাণ্ডে ক্ষুব্ধ মুনাওয়ার ফারুকী Dec 23, 2025