বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের কথা বলায় আমাদের অনেকেই খোঁটা দিয়েছেন। কেউ কেউ বলেছেন বিএনপি শুধু নির্বাচনে যেতে চায়, ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এটিই প্রমাণিত হয়েছে যে, নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে অনেক ঘটনা তৈরি হয়েছে এবং নির্বাচন বানচাল করে দেওয়ার মতো অনেক সুযোগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন-মৈত্রী সম্মেলনে দ্য ডেইলি স্টার আয়োজিত 'স্টার নির্বাচনী সংলাপ' অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছরের সংগ্রাম, রক্তপাত, ত্যাগ, নির্যাতন-নিপীড়ন এবং সবশেষে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। গত ১৫ বছরে দেশে এমন এক অবস্থা তৈরি করা হয়েছিল যে, মানুষ মনে করত নির্বাচন থেকে দূরে থাকতে পারলেই যেন তারা বেঁচে যায়। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার যে সুযোগ তৈরি হয়েছে, দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটাও যেন এখন আমরা হারাতে বসেছি।
তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য হলো যখনই আমরা কোনো ভালো একটা সুযোগ পাই, তখনই কিছু মহল কিংবা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই সুযোগকে বিনষ্ট করে দেয়। আমরা সেই সমস্ত নেতিবাচক সম্ভাবনাকে দূর করে সত্যিকার অর্থেই আশা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই।
নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে ফখরুল বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা সব সময় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তনে বিশ্বাসী। রাষ্ট্র পরিচালনার অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে, আর সেই কারণেই আমরা নির্বাচনের প্রস্তুতির কাজ অনেক আগে থেকেই শুরু করেছি। এত নির্যাতনের মুখেও আমরা আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হইনি।
আরপি/এসএন