স্বাস্থ্য খাতে ব্রিটিশ মডেল আনতে চায় বিএনপি: ডা. রফিকুল ইসলাম

দেশের স্বাস্থ্য খাতের প্রধান অন্তরায় দুর্নীতি রোধ করা গেলে এই খাতে জিডিপির অন্তত ৫ শতাংশ ব্যয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মডেল অনুসরণ করে বাংলাদেশে একটি সমন্বিত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে একটি পূর্ণাঙ্গ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা হবে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা উপজেলা পর্যায়েই নিশ্চিত করা হবে, যাতে অপ্রয়োজনে জেলা বা বিভাগীয় হাসপাতালে রোগী রেফার করতে না হয়। প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসক ও পেডিয়াট্রিশিয়ানসহ প্রয়োজনীয় জনবল ও আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ৩১ দফা রূপরেখায় কেবল স্বাস্থ্য নয়, বরং হতদরিদ্রদের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।

তিনি জানান, প্রথম বছরে ৫০ লাখ এবং পাঁচ বছরে মোট আড়াই কোটি নারীকে ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হবে। এই কার্ড সরাসরি নারীদের হাতে পৌঁছাবে, যাতে পরিবারের কল্যাণে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।

এ ছাড়া কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। স্বাস্থ্য খাতের সংকট নিয়ে তিনি আরও বলেন, ‘দুর্নীতি বন্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য। স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সম্পদের সঠিক ব্যবহারে স্বাস্থ্যসেবা বিশ্বমানের করা সম্ভব।’


এ সময় তিনি ব্রিটিশ স্বাস্থ্য ব্যবস্থা ‘এনএইচএস’-এর আদলে বাংলাদেশে স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ও পেশাজীবীদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের কথা জানান।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও অধ্যক্ষসহ অন্যান্য চিকিৎসকের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিষয়ক সহ-সম্পাদক ডা. রফিকুল কবির লাবু এবং নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সভাপতি জাহানারা সিদ্দিকী।

বক্তারা বিএনপির এই লক্ষ্যমাত্রা অর্জনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এ ভূখণ্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডই নির্ধারণ হবে : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী Dec 24, 2025
img
মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ১ লাখ ১০ হাজার টাকা Dec 24, 2025
img
মাদুরো যদি তেড়িবেড়ি করে, এবারই শেষবারের মতো তেড়িবেড়ির সুযোগ পাবে: ডোনাল্ড ট্রাম্প Dec 24, 2025
img
তারেক রহমানের আগমন, শাহজালালে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা Dec 24, 2025
img
নির্বাচন-গণভোট নিয়ে ৮ গান, ঢাকা বিভাগেরটা রিলিজ Dec 24, 2025
img
ভেনেজুয়েলা থেকে জব্দ করা তেল যুক্তরাষ্ট্র বিক্রি করতে পারে: ট্রাম্প Dec 24, 2025
img
প্রশাসনের অবস্থা উদ্বেগজনক, কেউ কাউকে মানছে না: ফয়জুল করিম Dec 24, 2025
৩ স্বতন্ত্র ভিপি প্রার্থীর সমর্থন পেলেন ছাত্রদল–সমর্থিত রাকিব Dec 24, 2025
প্রথম আলো ও ডেইলি স্টারে ঘটনায় যা জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী Dec 24, 2025
স্বাধীনতায় ভারতের শেয়ার নিয়ে যা বললেন কর্নেল হাসিনুর রহমান Dec 24, 2025
তারেক রহমানের নিরাপত্তায় যত আয়োজন! Dec 24, 2025
শীতকালে যে আমল করবেন Dec 24, 2025
img
জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার Dec 24, 2025
img
রাজধানীতে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার Dec 24, 2025
হাদি প্রসঙ্গে যে শপথ নিলো ইনকিলাব মঞ্চ! Dec 24, 2025
মাদুরোকে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তে হুঁশিয়ারি ট্রাম্পের Dec 24, 2025
৩০০ ফিটে প্রস্তুত মঞ্চ, অপেক্ষা তারেক রহমানের Dec 24, 2025
img
আশ্রয়প্রার্থীদের মামলা শুনানি ছাড়াই বাতিল করতে চায় যুক্তরাষ্ট্র Dec 24, 2025
img
অন্যের কথায় নিজের ক্ষমতা বিচার করা বোকামি : অমিতাভ বচ্চন Dec 24, 2025
img
প্রথম ছবিতেই চমক শাশ্বতকন্যা হিয়ার Dec 24, 2025