তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘ দেড় যুগ পর আগামীকাল ২৫শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি। তার এই নিরাপদ আগমন নিশ্চিত করতে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তার নিরাপদ আগমন নিশ্চিত করতে ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম তারেক রহমানকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, তারেক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমের সদস্যরাও মাঠে থাকবেন। এছাড়া তাঁর বাসভবন ও অফিসেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।

সরকারি নিরাপত্তার পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকায় এসে পৌঁছালে দলের পক্ষ থেকে তাকে যথাযথ মর্যাদায় স্বাগত জানানো হবে। এই উপলক্ষে রাজধানীতে যে বড় ধরনের জনসমাগম হবে, তা শৃঙ্খলাবদ্ধ রাখতে নেতাকর্মীদের প্রতি এরই মধ্যে বিশেষ আহ্বান জানানো হয়েছে। এর মধ্য দিয়ে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিপিএলে শিরোপা জেতাই লক্ষ্য : লামিচানে Dec 24, 2025
img
এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকার ড্রোন উড়ানো নিষিদ্ধ Dec 24, 2025
img
রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত Dec 24, 2025
img
ইসিকে তফসিল সংশোধনের দাবি এনসিপির Dec 24, 2025
img
জনগণের কষ্ট লাঘব করার জন্যই তারেক রহমান দেশে আসছেন: মির্জা আব্বাস Dec 24, 2025
img
দেশে ফিরে নতুন কর্মকাণ্ডে ন্যান্‌সি Dec 24, 2025
img
বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে জামায়াতের ৩ সদস্যের প্রতিনিধি দল Dec 24, 2025
img
নিজের নামে যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিলেন ট্রাম্প Dec 24, 2025
জ্যাকসনের জোড়া গোলে জয়ে শুরু সেনেগালের আফ্রিকা কাপ অভিযান Dec 24, 2025
img
লগ্নজিতার পাশে দাঁড়াতেই শো বাতিল পল্লব কীর্তনিয়ার! Dec 24, 2025
img
কেটি পেরির সাবেক স্বামীর বিরুদ্ধে নতুন অভিযোগ Dec 24, 2025
img
কেমন হল মাধুরীর ‘মিসেস দেশপাণ্ডে’? Dec 24, 2025
img
আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ের ফের ৪ দিনের রিমান্ড Dec 24, 2025
img
প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় মাওলানা বিক্রমপুরী কারাগারে Dec 24, 2025
img
চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ Dec 24, 2025
img
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের Dec 24, 2025
img
ব্যক্তিগত অধিকার রক্ষার্থে দিল্লি হাইকোর্টে মাধবন! Dec 24, 2025
img
‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন শারমান যোশি Dec 24, 2025
img
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন হাজী ইয়াছিন Dec 24, 2025
img
সত্যিই কি আবার জুটি হয়ে ফিরছেন দেব-কোয়েল! Dec 24, 2025