আড়ম্বর আর উচ্চকণ্ঠ অভিনয়ের নেশায় ডুবে থাকা ইন্ডাস্ট্রিতে ভিকি কৌশল যেন ঠিক উল্টো পথে হাঁটেন। তিনি প্রমাণ করে চলেছেন, প্রকৃত শক্তি লুকিয়ে থাকে সংযমে, সূক্ষ্মতায়। নতুন ছবি ‘ছাবা’-তে সম্ভাজি মহারাজের চরিত্রে তার অভিনয় শুধু কর্তৃত্বশীল নয়, গভীরভাবে মানবিক ও ভাবনাময়।
এই চরিত্রে ভিকি কৌশল বীরত্ব দেখিয়েছেন চিৎকারে নয়, বরং নীরব দৃঢ়তায়। চোখের ভাষা, শরীরী স্থিরতা আর সংলাপের মেপে দেওয়া ব্যবহার সম্ভাজি মহারাজকে ইতিহাসের পাতা থেকে নামিয়ে এনে জীবন্ত মানুষে পরিণত করেছে। সাহস, দ্বিধা, দায়িত্ববোধ আর আত্মত্যাগ সবকিছু একসঙ্গে ধরা দিয়েছে তার অভিনয়ে।
‘মাসান’ থেকে ‘উরি’, আর এখন ‘ছাবা’ ভিকির এই যাত্রাপথ তারকাখ্যাতির দিকে নয়, বরং গল্প বলার প্রতি অটল নিষ্ঠার দিকেই ইঙ্গিত করে। তিনি চরিত্র পরেন দ্বিতীয় চামড়ার মতো। বাহুল্যের বদলে বেছে নেন সূক্ষ্মতা, দৃশ্যের জাঁকজমকের বদলে আত্মার গভীরতা।
যেখানে অন্যরা আবেগকে জোরে প্রকাশ করেন, ভিকি সেখানে নীরব থাকেন। আর সেই নীরবতাই দর্শকের মনে সবচেয়ে জোরে আঘাত করে। ‘ছাবা’ প্রমাণ করে দিল, ভিকি কৌশলের অভিনয় আসলে শব্দের নয়, অনুভবের শিল্প।
এমকে/টিএ