ইরানের জলসীমা থেকে প্রায় ৪০ লাখ লিটার চোরাচালানি জ্বালানি তেল বহনকারী একটি জাহাজ জব্দ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার এ তথ্য জানিয়েছেন আইআরজিসির এক ঊর্ধ্বতন নৌ-কমান্ডার।
আইআরজিসির প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম শাহী জানান, জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা ত্যাগ করার চেষ্টা করার সময় আটক করা হয়। জাহাজটিতে ১৬ জন বিদেশি নাবিক ছিলেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এর আগেও একই ধরনের অভিযান চালিয়েছে ইরান। গত নভেম্বরে পারস্য উপসাগরে প্রায় সাড়ে তিন লাখ লিটার চোরাচালানি জ্বালানি বহনকারী আরেকটি জাহাজ আটক করা হয়েছিল। ওই জাহাজটি এসওয়াতিনি দেশের পতাকাবাহী ছিল এবং তাতে ১৩ জন নাবিক ছিলেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানে ভর্তুকিযুক্ত জ্বালানির দাম কম হওয়ায় তা অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করা হয়। সেখানে জ্বালানির দাম অনেক বেশি। এ কারণেই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি চোরাচালান রোধে অভিযান জোরদার করেছে ইরান।
আরপি/এসএন