তারেক রহমানকে বহনকারী ফ্লাইট পরিচালনায় ৩ অভিজ্ঞ পাইলট

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের পোষা বিড়াল ‘জেবু’।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে বাংলাদেশ সময় (স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টা) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, তারেক রহমানকে বহনকারী এই ফ্লাইট পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ পাইলট। ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন ইমামুল। তার সঙ্গে সহকারী পাইলট হিসেবে রয়েছেন ক্যাপ্টেন রাশেদিন ও ক্যাপ্টেন আসিফ ইকবাল।

সূত্রগুলো জানায়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিজ্ঞ ও সিনিয়র পাইলটদের সমন্বয়ে ফ্লাইট ক্রু গঠন করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা ও পরিচালন মানদণ্ড অনুসরণ করেই এই উচ্চ গুরুত্ব ও সংবেদনশীল ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যাতে সর্বোচ্চ নিরাপত্তা ও পেশাদারিত্ব নিশ্চিত করা যায়।

ঢাকায় পৌঁছানোর আগে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি করবে।

এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিএনপির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে সরকারের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূর্বাচল ৩০০ ফিট সড়কে নির্মিত সংবর্ধনা মঞ্চের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে বলে জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফখরুল-সালাউদ্দিন-আব্বাসকে জড়িয়ে ধরলেন তারেক রহমান Dec 25, 2025
img
কড়া নিরাপত্তায় ধীরে এগোচ্ছে গাড়িবহর, হাত নেড়ে তারেক রহমানের অভিবাদন Dec 25, 2025
img
খালি পায়ে হেঁটে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান Dec 25, 2025
img
ক্রিসমাসে অলৌকিক প্রত্যাশা ইংল্যান্ডের Dec 25, 2025
img
গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান Dec 25, 2025
img
তারেক রহমানকে সমর্থন জানিয়ে দল ছাড়লেন এনসিপির কেন্দ্রীয় নেতা Dec 25, 2025
img
আজ যা ঘটছে ইতিহাসে তা চিরদিন লেখা থাকবে : বান্নাহ Dec 25, 2025
img
এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার Dec 25, 2025
img
‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু Dec 25, 2025
img
৪৫ বছর বয়সে বিয়ে করলেন ভেনাস উইলিয়ামস Dec 25, 2025
img
বড় স্ক্রিনে দেখানো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য Dec 25, 2025
img
দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান Dec 25, 2025
img
আন্তর্জাতিক গণমাধ্যমেও বিশেষ গুরুত্ব পেয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন Dec 25, 2025
img
বিসিবির হাতে গেল চট্টগ্রাম রয়্যালসের মালিকানা Dec 25, 2025
img
বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান Dec 25, 2025
img
বাসে উঠে গণসংবর্ধনার সমাবেশস্থলে যাচ্ছেন তারেক রহমান Dec 25, 2025
img
বেনাপোল বন্দরে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ Dec 25, 2025
৩০০ ফিটে বিএনপি'র জনসমুদ্র! ড্রোনে দেখুন Dec 25, 2025
img
‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমর্টাল ম্যান’ ট্রেলারে কিলিয়ান মারফির রোমাঞ্চ Dec 25, 2025
img
জেল ও আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য ইসির নির্দেশিকা জারি Dec 25, 2025