দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি।
আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেল থেকে সম্প্রচার করা একটি লাইভ ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের দরজা দিয়ে বেরিয়ে তিনি খোলা একটি অংশে দাঁড়ান। সেখানে ঝুঁকে মাটি ছুঁয়ে দেখেন তিনি। পরে জুতা খুলে কিছুক্ষণ খালি পায়ে দাঁড়ান সেখানে।
পাশাপাশি ঘাস ও ফুলবাগানের মাটিতে এক মুঠো মাটি তুলে তা পরম মমতায় দেখেন। মাটি স্পর্শের পরে তারেক রহমান একটি লাল-সবুজ রঙে সাজানো বাসে ওঠেন। বাসটি ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়।
এই সময়ে বাসটির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। বাসের সামনের অংশে দাঁড়িয়ে তিনি সমবেত নেতাকর্মীদের দিকে হাত নাড়েন এবং তাদের প্রতি অভিনন্দন জানান।
সংবর্ধনা মঞ্চে পৌঁছালে তিনি নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে থাকবেন। এর পরে তিনি মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত থাকবেন।
পিএ/এসএন