সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) নজরকাড়া নৈপুণ্য প্রদর্শন শেষে আজ দেশে ফিরছেন বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজ রহমান।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লিগ পর্বের ম্যাচে মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস এবং তাসকিনের শারজা ওয়ারিয়র্স মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে দেশের টানে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে অংশ নিতে এই দুই পেসারকে আমিরাত পর্ব শেষ করতে হচ্ছে।
মুস্তাফিজের সঙ্গে বিমানে বসে একটি সেলফি তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট করে তাসকিন আহমেদ জানিয়েছেন, তিনি এখন বিপিএলে নিজের সেরাটা দিতে উন্মুখ হয়ে আছেন।
এবারের আইএল টি-টোয়েন্টিতে বল হাতে রীতিমতো ‘ফিজ’ জাদু দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের ৮ ম্যাচে অংশ নিয়ে ৮.০৮ ইকোনমিতে ১৫টি উইকেট শিকার করেছেন তিনি, যা তাকে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় জায়গা করে দিয়েছে। ২১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে এক ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
তার বুদ্ধিদীপ্ত স্লোয়ার ও কাটার বিশ্বখ্যাত ব্যাটারদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও শুরুতে কিছুটা ছন্দহীন ছিলেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে মুস্তাফিজ নিজেকে ফিরে পেয়েছেন এবং দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অন্যদিকে শারজা ওয়ারিয়র্সের হয়ে তাসকিন আহমেদ ৬ ম্যাচে অংশ নিয়ে ৯টি উইকেট ঝুলিতে পুরেছেন। পরিসংখ্যানের বিচারে মুস্তাফিজের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও তাসকিনের বোলিংয়ের ধার ছিল চোখে পড়ার মতো। ২০ ডিসেম্বর ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন তিনি, যা ছিল স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তার ২০০তম ম্যাচ।
এ ছাড়া আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। যদিও ডেথ ওভারে কিছুটা রান খরচ করায় তাঁর ইকোনমি রেট ৮.৭৬-এ দাঁড়িয়েছে, তবুও শারজার বোলিং আক্রমণে তিনি ছিলেন প্রধান ভরসা।
টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের বর্তমান সমীকরণ অনুযায়ী ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ডেজার্ট ভাইপার্স। মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস ১০ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করলেও তাসকিনের শারজা ওয়ারিয়র্সের ভাগ্য এখনো ঝুলে রয়েছে।
৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা শারজাকে প্লে-অফে যেতে হলে আগামীকাল ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে এবং একই সঙ্গে রোববার গালফ বনাম আবুধাবি ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তখন মূলত নেট রানরেটের ব্যবধানে নির্ধারিত হবে কোন দল শেষ চারে জায়গা করে নেবে।
আরআই/এসএন