গণ অধিকার পরিষদের পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি জাহিদুর রহমান দুলাল ও সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ পদত্যাগ করেছেন। এ ছাড়া কমিটির যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদও পদত্যাগ করেছেন। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা বিএনপির সঙ্গে আসন সমঝোতা করায় তিনিসহ কয়েকজন নেতা পদত্যাগ করেন বলে জানান। এ ছাড়া পর্যায়ক্রমে অন্যরাও পদত্যাগ করবেন বলে জানায় দলীয় সূত্র।
সূত্র জানায়, জাহিদুর রহমান দুলাল ভাঙ্গুড়া উপজেলার ছাত্রদলের রাজনীতি করতেন। তিনি একসময় উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। অত্যন্ত মিষ্টভাষী হওয়ায় তিনি ছাত্ররাজনীতিতে সাধারণ ছাত্রদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে কর্মের প্রয়োজনে তিনি ভাঙ্গুড়া ছেড়ে ঢাকায় অবস্থান নেন।
এরপর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল ইসলাম নুরুর রাজনৈতিক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে ঢাকায় রাজনীতি শুরু করেন জাহিদুর রহমান। পরে ২০২২ সালে জানুয়ারি মাসে তার উদ্যোগে গণ অধিকার পরিষদের ভাঙ্গুড়া উপজেলা কমিটি গঠন হয়। এতে ৩১ সদস্যের কমিটিতে জাহিদুর রহমান দুলাল সভাপতি ও হুসাইন মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পদত্যাগ করা নেতা জাহিদুর রহমান বলেন, বিএনপির সাথে আসন সমঝোতা করতে তৃণমূলকে উপেক্ষা করে দলের আকাঙ্ক্ষাকে ধারণ করা হয়নি। তাই আমার রবের সন্তুষ্টির জন্য গণ অধিকার পরিষদ থেকে আমিসহ শীর্ষ নেতারা অব্যাহতি নিলাম।
ইউটি/টিএ