রাজামৌলির সঙ্গে তেরোশো কোটি টাকার মহাকাব্যিক ছবি বারাণসী চূড়ান্ত করার পর এবার ক্যারিয়ারের পরবর্তী বড় ধাপে নজর দিয়েছেন দক্ষিণী তারকা মহেশ বাবু। চলচ্চিত্র অঙ্গনে জোর গুঞ্জন, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে একটি সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। জানা যাচ্ছে, মহেশ বাবুকে মাথায় রেখেই আগে লেখা একটি শক্তিশালী চিত্রনাট্য নতুন করে ঝালিয়ে নিচ্ছেন ভাঙ্গা। এই প্রকল্প নিয়ে প্রাথমিক কথাবার্তা ইতিমধ্যে অনেকদূর এগিয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরো আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন মহেশ বাবুর স্ত্রী নামরতা শিরোদকর। চুক্তির নানা দিক তিনি নিজেই দেখভাল করছেন বলে সূত্রের খবর।
যদি এই ছবি চূড়ান্ত হয়, তবে ভাঙ্গার তীব্র বাস্তবধর্মী গল্প বলার ভঙ্গির সঙ্গে মহেশ বাবুর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মিলিয়ে ভারতীয় সিনেমায় এক শক্তিশালী সমন্বয় তৈরি হবে।
উল্লেখ্য, রাজামৌলির বারাণসী ছবিতে মহেশ বাবুর সঙ্গে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা দুই হাজার সাতাশ সালে। সেই ছবির পর মহেশের কোন পথে যাত্রা শুরু হয়, সেদিকেই এখন তাকিয়ে গোটা চলচ্চিত্র মহল।