ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় দিনাজপুরে মোট ১ লাখ ৫৫ হাজার ১৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। দিনাজপুরের জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলায় মোট ভোটার ছিল ২৫ লাখ ৫ হাজার ৭১৬ জন। বর্তমানে হালনাগাদ ভোটার তালিকায় নতুন ১ লাখ ৫৫ হাজার ১৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।
জেলায় মোট ভোটার দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, জেলার ৬টি সংসদীয় আসনে ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়ন এবং ৯টি পৌরসভায় এবারের চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়।
তিনি জানান, হালনাগাদ তালিকা অনুসারে জেলায় মোট পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন ও হিজড়া ভোটার ২২ জন। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৪৪টি এবং ভোট প্রদানের কক্ষ থাকবে ৪ হাজার ৯৯৩টি।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৬টি আসনের মধ্যে দিনাজপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৯১৯ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২১২ জন ও হিজড়া ভোটার ২ জন।
দিনাজপুর-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ১১২ জন, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন।
দিনাজপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৬৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৪৮৬ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ১৪৮ জন, হিজড়া ভোটার ২ জন।
দিনাজপুর-৪ আসনে ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৩০৪ জন, নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৯৭২ জন, হিজড়া ভোটার ২ জন।
দিনাজপুর-৫ আসনে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, হিজড়া ভোটার ৩ জন।
দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১৩ জন রয়েছেন।
এবি/টিকে