২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন জামায়াতের এমপি প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমের কার্যালয়ে উপস্থিত হয়ে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

এ সময় পদত্যাগপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক চৌধুরী। নির্বাচনী আইন ও আচরণবিধি সম্পূর্ণভাবে অনুসরণ করেই এই পদত্যাগ কার্যক্রম সম্পন্ন করা হয়। দীর্ঘ ২২ বছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা ও নির্বাচন আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ পদ থেকে পদত্যাগ করে তিনি দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পদত্যাগপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুর হোসেন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিক উল্লাহ, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির রবিউল আলম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, শহিদুল ইসলাম, মো. ইউনুস, মোস্তাক আহমদসহ শুভানুধ্যায়ী ও অন্যান্য নেতারা।

একইদিনে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমের কার্যালয় থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, আমি ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর আজ নির্বাচনী আইন ও আচরণবিধির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পদত্যাগ করেছি। ইনশাহআল্লাহ, কক্সবাজার-৪ উখিয়া–টেকনাফ আসনের জনগণ আমাকে সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, মানবিক ও ইসলামি মূল্যবোধভিত্তিক সেবা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করব।

তিনি আরও বলেন, সকল শ্রেণিপেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। জনগণের অধিকার নিশ্চিত করতে, জনগণকে সেবা দেওয়ার জন্য ও ন্যায় ইনসাফ যাতে সমাজে কায়েম করতে পারি সে উদ্দেশ্য নিয়ে আমি প্রার্থী হয়েছি। আমার প্রধান পুঁজি হচ্ছে জনগণের ভালোবাসা। সে ভালোবাসা নিয়ে বলছি, আমি সকলের দোয়া ও সমর্থন চাই। হোয়াইক্যং ইউনিয়নবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের ভালবাসা আমি কোনোদিন ভুলব না।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারত-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযানে প্রাণ গেল ১০ জনের Dec 26, 2025
img
ভারতের সাথে সম্পর্কের উন্নতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের Dec 26, 2025
img
ভেনেজুয়েলার তেল রপ্তানি ঠেকানোর নির্দেশ ট্রাম্প প্রশাসনের Dec 26, 2025
img
হাসপাতালে অসুস্থ মায়ের সঙ্গে একান্তে সময় কাটালেন তারেক রহমান Dec 26, 2025
img
গ্রিস উপকূল থেকে ৫২ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার Dec 26, 2025
img
বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট, ব্যাডমিন্টনে অল বাংলাদেশ ফাইনাল Dec 26, 2025
img
সেন্টমার্টিনগামী জাহাজকে লাখ টাকা জরিমানা Dec 26, 2025
img
দম ধরে রাখুন, শান্ত থাকুন, সামনে ব্রিলিয়ান্ট কিছু আসছে: জামায়াত নেতা Dec 26, 2025
img
মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল Dec 26, 2025
img
নাতনিকে কাছে পেয়ে আবেগাপ্লুত নানি, উচ্ছ্বসিত জাইমা রহমান Dec 26, 2025
img
বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ছাত্রদল নেতার Dec 26, 2025
img
বিয়ের পাত্রী দেখে ফেরার সময় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার Dec 26, 2025
img
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা Dec 26, 2025
img
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা Dec 26, 2025
img
কুষ্টিয়ায় বিএসএফের পুশইন চেষ্টায় বিজিবির বাঁধাতে ১৪ ভারতীয়কে ফেরত Dec 26, 2025
img
নোয়াখালীর প্রথম ম্যাচে নেই সৌম্য, সিলেট পর্বে অনিশ্চয়তা Dec 26, 2025
img

৩০০ ফিট মহাসড়কে

স্বেচ্ছাশ্রমে বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি Dec 26, 2025
img
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আনন্দ মিছিল শেষে প্রাণ গেল বিএনপি নেতার Dec 26, 2025
img
অবসরের যাচ্ছেন বার্সেলোনার রাফিনিয়া আলকান্তারা Dec 26, 2025
img
বিপিএলের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মিরাজ-শান্ত Dec 26, 2025