বরিশালের বাকেরগঞ্জে মো. শামসুর রহমান নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৭টায় উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. শামসুর রহমান (২৫) উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তম পুর গ্রামের মৃত খলিলুর রহমান ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দাড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।
শামসুর রহমানের মা নুরুন নাহার বেগম বলেন, ছাত্রলীগের কোনো পদধারী নেতা ছিল না আমার ছেলে শামসুর। তবে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে যাওয়া-আসা করত। রাজনৈতিক পরিচয়ে অন্যায় কোনো কাজে জড়িত ছিল না।
তিনি আরও বলেন, আমরা ছেলে আজ বিকেলে পাশের উপজেলা বাউফলে তার বন্ধুদের নিয়ে নিজের বিয়ের জন্য পাত্রী দেখতে যায়। পাত্রী দেখে ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত এবং এলাকায় নাশকতামূলক ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে গত বছরের ৭ নভেম্বর হাসান সিকদার নামে একজন বাদী হয়ে থানায় মামলা করেছিলেন। ওই মামলায় নিষিদ্ধ সংগঠনের উগ্রপন্থি ছাত্রলীগ কর্মী শামসুর রহমানকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এসএস/টিএ