লামিনে ইয়ামালকে ঘিরে তুলনার শেষ নেই। কেউ তার মধ্যে লিওনেল মেসির ছায়া খুঁজে পান, কেউ আবার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যোগ্য উত্তরসূরি হিসেবে দেখেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে। আবার অনেকেই এখনই তাকে কারও সঙ্গে তুলনা করতে রাজি নন।
তবে মাত্র ১৮ বছর বয়সেই ফুটবলীয় দক্ষতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইয়ামাল ছাড়িয়ে গেছেন সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসিকেও। এক বর্ষপঞ্জিকায় সফল ড্রিবলিংয়ের হিসাবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তার সামনে আছেন শুধু নেইমার।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের রেকর্ড নেইমারের। ২০১৭ সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলে তিনি সফল ড্রিবলিং করেন ৩৩৫ বার। এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইয়ামাল। ২০২৫ সালে বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী এই উইঙ্গার সফল ড্রিবলিং করেছেন ৩০৭ বার। উল্লেখযোগ্য বিষয় হলো, সর্বোচ্চ ড্রিবলিংয়ের শীর্ষ দশ তালিকায় পাঁচবারই আছেন লিওনেল মেসি।
চোট ও মাঠের বাইরের কিছু বিতর্কে জড়িয়ে চলতি বছর হঠাৎ ছন্দ হারিয়েছিলেন ইয়ামাল। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি তিনি। এল ক্লাসিকোতে বার্সেলোনার ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভ থাকলেও এরপরই নিজের চেনা রুদ্ররূপে ফিরে আসেন এই তরুণ।
পরের ম্যাচগুলোতে নিয়মিত গোল ও অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখছেন ইয়ামাল। এমনকি গোল বা অ্যাসিস্ট না করেও মাঠে তাঁর ড্রিবলিং, গতি ও সৃজনশীলতায় প্রতিপক্ষ রক্ষণে আতঙ্ক ছড়াচ্ছেন বারবার।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি ১০টি গোলে সহায়তা করেছেন ইয়ামাল। লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্ট তারই। সতীর্থদের দিয়ে সাতটি গোল করিয়ে কাতালান ক্লাবটির আক্রমণের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন এই তরুণ তারকা।
আইকে/টিএ