নির্বাচনী রাজনীতির সমীকরণে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন জামায়াত নেতা ও বগুড়া-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নুর মোহাম্মদ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এবি পার্টিসহ আরও কয়েকটি দল সমঝোতার অংশীদার হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের আসন বণ্টন নিয়ে বাজারে চলমান নানা গুঞ্জন ও বিতর্ক নাকচ করে দিয়েছেন নুর মোহাম্মদ।
তিনি বলেন, ইসলামী আন্দোলন ১৫০ সিট চায় কিংবা খেলাফত মজলিস ৩০ সিট চায়এসব খবর একেবারেই ভিত্তিহীন। কেউ কাউকে আসন ‘দিচ্ছে’ না, বরং সবাই মিলে প্রতিটি আসনের জন্য সম্ভাব্য বিজয়ীর নাম নির্ধারণ করছে।
৮ দলের মধ্যে কোনো ধরনের টানাপোড়েন নেই উল্লেখ করে এই নেতা আরও বলেন- সমঝোতার স্বার্থে জোটে থাকা প্রতিটি দল স্যাক্রিফাইজ (ত্যাগ) করছে। কোনো দলই অযৌক্তিক দাবি বা বাড়াবাড়ি করছে না। এই সম্পর্ক কেবল ভোটের বা রাজনীতির নয়; এটি আগামী দিনের বাংলাদেশের গতিপথ নির্ধারণের এক গভীর সম্পর্ক।
জোটের কর্মী-সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি পোস্টে লেখেন, দম ধরে রাখুন, শান্ত থাকুন। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সামনে ব্রিলিয়ান্ট কিছু আসছে। সবাই পজেটিভ থাকুন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের নেতৃত্বে এই সম্ভাব্য বৃহত্তর সমঝোতা নির্বাচনে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে এবি পার্টির মতো দলগুলো এই জোটে সরাসরি বা সমঝোতায় যুক্ত হলে তা নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে।
এসএস/টিএ