সকালে সেমিফাইনালে উঠে উল্লাস করেছিলেন পুরুষ দ্বৈতে বাংলাদেশের তিন জুটি। সন্ধ্যায় সেমিফাইনালে বাংলাদেশে এক জুটি হেরে যায়। তবে স্বাগতিক দুই জুটি জেতায় আগামীকাল পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ ফাইনাল হবে।
আজ বৃহস্পতিবার শহিদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতের প্রথম সেমিফাইনালে গৌরব ও তানভীর জুটি ১৯-২১, ২১-৮ ও ২১-১৫ পয়েন্টে (২-১ সেটে) স্বদেশি আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটিকে হারিয়ে ফাইনালে উঠে। আরেক সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে শেষ পর্যন্ত মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটি থাইল্যান্ডের কুল্লাপাত লোথং ও তাছিন জুটিকে ১৭-২১, ২১-১৩ ও ২৫-২৩ পয়েন্টে (২-১ সেটে) হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
ক’দিন আগেই কানাডার টরেন্টো থেকে ব্রোঞ্জ পদক জিতে এসেছিলেন আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি। টরেন্টোতে অনুষ্ঠিত ইউনেক্স কানাডিয়ান চ্যালেঞ্জে তারা এই পদক জিতেছিলেন। তবে স্বদেশের মাটিতে ব্যর্থ হয়েছেন তারা। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় এই জুটি। চলমান ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলেও ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে আল আমিন ও মোয়াজ্জেম হোসেন জুটিকে।
খেলার প্রথম সেটে সুবিধা করতে পারেনি গৌরব-তানভীর জুটি। তারা হেরে যায় ১৯-২১ পয়েন্টে। দ্বিতীয় সেটেই দারুনভাবে ঘুরে দাঁড়ায় তারা। প্রতিপক্ষকে হারিয়ে দেয় ২১-৮ গেম পয়েন্টে।তৃতীয় সেটে আর খেলায় ফিরতে পারেনি জুমার-অহিদুল জুটি। শেষ সেটে ২১-১৫ গেম পয়েন্টে জিতে ফাইনালে উঠে যায় গৌরব-তানভীর জুটি। মিজান ও নাঈম জুটির বিপক্ষে দুর্দান্ত খেলতে থাকে থাইল্যান্ডের কুল্লাপাত লোথং ও তাছিন জুটি। যদিও প্রথম সেটে ১৭-২১ পয়েন্টে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ও তৃতীয় সেটে জিতে ফাইনাল নিশ্চিত করে মিজান ও নাঈম জুটি।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের ওয়াং ইউ হ্যাং ও অস্ট্রেলিয়ার জেউই জি জুটিকে সরাসরি ২১-১৪ ও ২৫-২৩ পয়েন্টে (২-০ সেটে) হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশের আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন ওহিদুল জুটি। অন্যদিকে বাংলাদেশের আরেক জুটি গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর ২১-১৫, ২১-১৫ পয়েন্টে (২-০ সেটে) ভিয়েতনামের থান দাত ও ডাক এনগুয়েন জুটিকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিলেন। এছাড়া কোয়ার্টার ফাইনালে রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি ২১-১৫ ও ২১-১৬ পয়েন্টে ভারতের অতুল কুমার ও প্রদীপ কুমার জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। আগামীকাল শুক্রবার বেলা ২টা থেকে পাঁচটি ইভেন্টের ফাইনাল খেলা শুরু হবে।
আইকে/টিএ