রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
পেসকভ বলেন, পুতিন ইতোমধ্যেই ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা জানিয়ে একটি টেলিগ্রাম পাঠিয়েছেন। তবে আজই দুই নেতার মধ্যে কোনো ফোনালাপ হওয়ার ইঙ্গিত নেই বলেও জানান তিনি।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনামলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে ইতিবাচক।
ইউক্রেন সংকটের সমাধান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে পুতিন ও ট্রাম্পের মধ্যে সক্রিয় আলোচনা চলছিল। এ লক্ষ্যে গত আগস্টে আলাস্কায় একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল মস্কো ও কিয়েভের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটানো। তবে ওই বৈঠক থেকে কোনো চূড়ান্ত অগ্রগতি আসেনি।
এর আগে জুন মাসে ট্রাম্পের ৭৯তম জন্মদিন উপলক্ষে পুতিন তাকে ফোন করেন। প্রায় ৫০ মিনিটের সেই ফোনালাপে ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া গত ১৬ অক্টোবর দুই নেতার মধ্যে আরেকটি ফোনালাপ হয়, যেখানে গাজায় শান্তিচুক্তি মধ্যস্থতায় ভূমিকা রাখায় ট্রাম্পকে অভিনন্দন জানান পুতিন।
উল্লেখ্য, গত বছর ট্রাম্পের অভিষেকের কয়েক সপ্তাহ আগে পুতিন বেশিরভাগ পশ্চিমা দেশের নেতা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বড়দিনের শুভেচ্ছা জানানো থেকে বিরত ছিলেন। সে সময় তিনি ব্যাখ্যা করেছিলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি একটি ‘বন্ধুত্বহীন’ দেশের অবস্থান নিয়েছে।
সূত্র: আরটি
এমকে/এসএন