যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রজন্মের অবিসংবাদিত নেতা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
মাহবুবুর রহমান বলেন, ‘তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞায় আগামীর বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিএনপি আপসহীন। আগামীকালের সংবর্ধনা সভায় তারেক রহমানকে একনজর দেখতে সারা দেশ থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন। এতে প্রমাণ হয়, এ দেশের মানুষের কাছে তারেক রহমান একজন জনপ্রিয় নেতা।’
এসময় যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিজে/টিকে