সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে অন্তর্বর্তী সরকারসহ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের বদরগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

এটিএম আজাহারুল ইসলাম রংপুর-২ আসনে (তারাগঞ্জ-বদরগঞ্জ) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

তিনি বলেন, আগামী নির্বাচনে যাতে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে ব্যাপারে সরকারকে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করতে হবে। মানুষের মধ্যে যেন ভয়ভীতি না থাকে। সকল দলের লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে আরও বেশি দায়িত্বশীল ও উদার হতে হবে। নির্বাচনী প্রচার-প্রচারণায় সকল দল যেন সমান সুযোগ পায়- সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারের উদাত্ত আহ্বান করছি।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে বিগত সরকারের সময় ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ দিয়ে দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন করা যেত। শিক্ষিত দক্ষ যুব সম্প্রদায়ের পুনর্বাসনের মাধ্যমে শিল্পবিপ্লব সাধন করা গেলে এদেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত হতো।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে বন্ধ থাকা শ্যামপুর চিনিকল পুনরায় চালু করর। এই অঞ্চলের শত শত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ কৃষক ভাইদের কৃষি অর্থনীতির পথকে খুলে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এছাড়া এলাকার স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের ব্যবস্থা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করব।

জামায়াতের কেন্দ্রীয় এই নেতা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী। এজন্য সারাদেশে দল থেকে সৎ মানুষদের মনোনয়ন দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ মানুষদের নিয়ে শোষণ, জুলুম এবং বঞ্চণামুক্ত ইনসাফভিত্তিক দেশ গড়বে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় কল্যাণকর সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এটিএম আজাহারুল ইসলাম বলেন, সাংবদিকরা সমাজের বিবেক। তারা (সাংবাদিকেরা) কল্যাণময় সমাজ গঠনে তাদের বিবেককে কাজে লাগাতে পারেন। সমাজ ও রাষ্ট্রের জন্য সাংবাদিকরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পরার্মশ দিতে পারেন। যা হবে মানুষের মনের কথা, দেশের কথা ও জাতির কথা।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা শাখা আমির মুহাম্মদ কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলামে, বদরগঞ্জ পৌর শাখার আমির মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়? Dec 26, 2025
img
বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট করবেন রাশেদ খান: নুর Dec 26, 2025
img
জনপ্রিয় ফিলিস্তিনি অভিনেতা মোহাম্মদ বকরী আর নেই Dec 26, 2025
img
মেঘনায় মিলল ২৩ কেজি ওজনের কোরাল Dec 26, 2025
img
রাজনৈতিক কর্মকাণ্ডে বড় নেতারা কেন বাস ব্যবহার করেন? Dec 26, 2025
img
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন Dec 26, 2025
img
চারে ব্যাটিং প্রসঙ্গে ওপেনার ইমনের মন্তব্য Dec 26, 2025
img
মায়ানমারের সাধারণ নির্বাচন ঘিরে সমালোচনার ঝড় Dec 26, 2025
img
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ Dec 26, 2025
img
৫ লাখ সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি বিজেপি নেতার Dec 26, 2025
img
বান্দরবানে ভূমিকম্প অনুভূত Dec 26, 2025
img
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ মশারি ও নৌকার প্রপেলার জব্দ, আটক ৫ Dec 26, 2025
img
সম্রাট বাহিনীর প্রধানের প্রাণহানির ঘটনায় মামলা Dec 26, 2025
img
পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন : ডানপন্থি দল চেগার জোরালো প্রচারণা Dec 26, 2025
img
জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন তারেক রহমান Dec 26, 2025
বিদেশে গিয়েও দেশের প্রতি টান কেয়া পায়েলের Dec 26, 2025
দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব Dec 26, 2025
আমাদের জন্য জরুরী একটি বিধান | ইসলামিক জ্ঞা Dec 26, 2025
ইসরায়েলে ভয়াবহ সাইবার হামলা চালাল ইরান Dec 26, 2025
সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিএনপির দুঃখপ্রকাশ Dec 26, 2025