সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে অন্তর্বর্তী সরকারসহ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের বদরগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

এটিএম আজাহারুল ইসলাম রংপুর-২ আসনে (তারাগঞ্জ-বদরগঞ্জ) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

তিনি বলেন, আগামী নির্বাচনে যাতে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে ব্যাপারে সরকারকে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করতে হবে। মানুষের মধ্যে যেন ভয়ভীতি না থাকে। সকল দলের লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে আরও বেশি দায়িত্বশীল ও উদার হতে হবে। নির্বাচনী প্রচার-প্রচারণায় সকল দল যেন সমান সুযোগ পায়- সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারের উদাত্ত আহ্বান করছি।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে বিগত সরকারের সময় ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ দিয়ে দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন করা যেত। শিক্ষিত দক্ষ যুব সম্প্রদায়ের পুনর্বাসনের মাধ্যমে শিল্পবিপ্লব সাধন করা গেলে এদেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত হতো।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে বন্ধ থাকা শ্যামপুর চিনিকল পুনরায় চালু করর। এই অঞ্চলের শত শত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ কৃষক ভাইদের কৃষি অর্থনীতির পথকে খুলে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এছাড়া এলাকার স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের ব্যবস্থা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করব।

জামায়াতের কেন্দ্রীয় এই নেতা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী। এজন্য সারাদেশে দল থেকে সৎ মানুষদের মনোনয়ন দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ মানুষদের নিয়ে শোষণ, জুলুম এবং বঞ্চণামুক্ত ইনসাফভিত্তিক দেশ গড়বে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় কল্যাণকর সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এটিএম আজাহারুল ইসলাম বলেন, সাংবদিকরা সমাজের বিবেক। তারা (সাংবাদিকেরা) কল্যাণময় সমাজ গঠনে তাদের বিবেককে কাজে লাগাতে পারেন। সমাজ ও রাষ্ট্রের জন্য সাংবাদিকরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পরার্মশ দিতে পারেন। যা হবে মানুষের মনের কথা, দেশের কথা ও জাতির কথা।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা শাখা আমির মুহাম্মদ কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলামে, বদরগঞ্জ পৌর শাখার আমির মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন সামনে রেখে ইয়াঙ্গুনের দীর্ঘ কারফিউ তুলে নিচ্ছে জান্তা Dec 26, 2025
img
২০২৬ সালে কি বিশ্ব রাজনীতি বদলে দেবেন ট্রাম্প? Dec 26, 2025
img
রিশাদের দুর্দান্ত বোলিং, প্রশংসায় ভাসালেন টিম ডেভিড Dec 26, 2025
img
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Dec 26, 2025
img
এবার মাঠ ছাড়িয়ে আদালতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা Dec 26, 2025
img
আশুগঞ্জে যাত্রীবাহী বাসে মিলল ভারতীয় পণ্য, আটক ১ Dec 26, 2025
img
দুবাই থেকে দেশের পথে সাড়ে ৩০ লাখ টাকার বিপিএল ট্রফি Dec 26, 2025
img
১.১ কোটি টাকার নাঈম শেখের ব্যাটে রান মাত্র ১১ Dec 26, 2025
img
নিজেদের মাঠে উদ্বোধনী ম্যাচ হেরে মিরাজের প্রতিক্রিয়া Dec 26, 2025
img
হাদি হত্যা: ফয়সালকে পালাতে সহায়তাকারী ২ আসামি কারাগারে Dec 26, 2025
img
লিভারপুল ও উলভস ম্যাচে মাসকটের সঙ্গে মাঠে নামবে জোতার ২ ছেলে Dec 26, 2025
img
জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম Dec 26, 2025
img
বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাবেক এলডিপি নেতার Dec 26, 2025
img

কিশোরগঞ্জ-৫

শেখ মজিবুর রহমান ছাড়া কাউকে মানতে নারাজ বিএনপির তৃণমূল Dec 26, 2025
img
হাটহাজারী থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Dec 26, 2025
img
ঢাবির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে অতিরিক্ত মেট্রোরেল চলবে শনিবার Dec 26, 2025
img

ইমরান হোসাইন নূর

কী প্ল্যান নিয়ে আসবেন জানা আছে, নতুন করে আর ধোঁকাবাজি করবেন না Dec 26, 2025
img
ফেসবুক পোস্টে শিবিরের নতুন সভাপতির বার্তা Dec 26, 2025
img
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ২ Dec 26, 2025
img
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে উধাও ওসমান হাদির কবিতা Dec 26, 2025