যশোরে শীতের দাপট বেড়েছে। সকাল থেকে দেখা নেই সূর্যের। শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে যশোর আবহাওয়া অফিস।
জেলায় সপ্তাহ জুড়ে ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। ফলে শীত জেঁকে বসেছে। কনকনে ঠাণ্ডায় মানুষের হাত পা অবশ হয়ে যাচ্ছে। হিমেল বাতাস কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে প্রাণিকুল কাহিল। শীতের তীব্রতায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ।
যশোর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপামাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ জেলায়। এর আগে বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রোববার ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও শনিবার ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে তারা উপার্জনের সন্ধানে যেতে পারছেন না। তারপরও অনেকেই বাঁধ্য হয়ে কাজের উদ্দেশ্যে ছুটছেন।
কেএন/টিএ