ইসিতে গিয়ে আজ ভোটার হবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হচ্ছেন। এ লক্ষ্যে তিনি আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) যাবেন। শনিবার বেলা ১১টার থেকে ১২টার মধ্যে তার সেখানে যাওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল শুক্রবার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। এতে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ সময়ে ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আমার দেশকে তিনি জানান, ইসি চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে।

ইসি ও বিএনপির সূত্রমতে, রাজধানীর গুলশানের ‘ফিরোজা’ বাসভবনের ঠিকানায় ভোটার হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া জন্মস্থান বগুড়ায় ভোটার হওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। বগুড়া না ঢাকায় ভোটার হবেন ছবি তোলার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

ইসির সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় একমাত্র তারেক রহমানই ভোটার হচ্ছেন, এমনটি নয়। এর আগে অনেকেরই এভাবে ভোটার হওয়ার নজির আছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার বোন শেখ রেহানা ২০০১ সালে ভোটার হয়েছিলেন। এছাড়া, তফসিলের পর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সু-শাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারও ভোটার হয়েছিলেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও বিশেষ সময়ে ভোটার হয়েছেন।

নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি আমার দেশকে বলেন, শেখ রেহানা ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনের আগে এবং তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় ভোটার হয়েছিলেন। তিনি আরো জানান, ভোটার তালিকা আইন-১৯৯১ সালের বিধান বলে সাবেক নির্বাচন কমিশনার তাকে ভোটার করেছিলেন।

ইসির সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ আহমেদ খান আমার দেশকে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সরকারের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমানকে তফসিল ঘোষণার পর ভোটার করা হয়। এমনকি নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারও বিশেষ ব্যবস্থায় ভোটার হয়েছিলেন। জানতে চাইলে ড. বদিউল আলম মজুমদার তফসিলের পর বিশেষ ব্যবস্থায় ভোটার হওয়ার কথা স্বীকার করেন।

উল্লেখ্য, ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী ভোট অনুষ্ঠানের আগের দিনও ভোটার হওয়া যায়।

বিএনপি ও ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে যাওয়ার পর দেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু হয়েছিল। সে সময়ে দেশে না থাকায় তিনি ভোটার হতে পারেননি।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। আগামী ২৯ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন। সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে দেশের যেকোনো নাগরিকের ভোটার হওয়া বাধ্যতামূলক।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ভোটার হতে ইসিতে যাবেন তিনি। এদিন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের আজ অফিস করার কথা রয়েছে।

ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারেক রহমানের আজ ভোটার হওয়া নিয়ে ইসি ও বিএনপির মধ্যে দুটি অপশন নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে- তিনি সশরীরে ইসিতে যাবেন নাকি ইসি থেকে বিশেষ টিম তার গুলশানের ঠিকানায় গিয়ে তাকে ভোটার করবেন। ইসির দিক থেকে দুধরনের প্রস্তুতি রাখার কথা জানিয়েছেন এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। আর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জন্মস্থান বগুড়া ও বর্তমান ঠিকানা ঢাকার গুলশান- ভোটার হওয়ার ক্ষেত্রে দুটিই আলোচনায় রয়েছে।

বিএনপির মিডিয়া সেল গণমাধ্যমকে জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে ঢাকায় অবস্থান করায় গুলশানের ঠিকানায় ভোটার হওয়ার সম্ভাবনাই বেশি। তবে বগুড়ার নামও আলোচনায় রয়েছে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
'খুদে মেসি' সেই সোহান চান তারেক রহমানের সাক্ষাৎ Dec 27, 2025
img
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব Dec 27, 2025
img
থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে রাখতে পারেন 'কাসুন্দি মুর্গ টিক্কা' Dec 27, 2025
img
আর্জেন্টিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক ফরাসি ডিফেন্ডারের Dec 27, 2025
img
নির্বাচনে দেশপ্রেমিকরা সহযোগিতা করবে : উপদেষ্টা আদিলুর রহমান খান Dec 27, 2025
img
সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে কোচ জাকির জানাজা Dec 27, 2025
img
শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান Dec 27, 2025
img
বান্দরবানে ১১ লাখ ৩৮ হাজার টাকা জাল নোট উদ্ধার Dec 27, 2025
img
লেনদেন কমলেও বাজার মূলধন হাজার কোটি টাকা Dec 27, 2025
img
জাকির মৃত্যুতে ঢাকা ক্যাপিটালসের গভীর শোক প্রকাশ Dec 27, 2025
img
শুধু লোক বদলে দিলে দেশ বদলাবে না, সিস্টেম বদলাতে হবে : রিজওয়ানা হাসান Dec 27, 2025
img
প্রিয় অভিভাবক আর নেই, বিশ্বাস করতে পারছেন না শরিফুল Dec 27, 2025
img
নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৯৩ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ Dec 27, 2025
img
স্থায়ীভাবে শয্যাশায়ী হয়ে যাওয়ার দুঃশ্চিন্তা চেপে বসেছিল সাইফের মনে Dec 27, 2025
img
পাগলা মসজিদে দুপুর পর্যন্ত মিলল ৮ কোটি ২৩ লাখ টাকা Dec 27, 2025
img
অস্ট্রেলিয়ায় গিয়ে ‘হতাশা’ উপহার দিচ্ছেন বাবর Dec 27, 2025
img
ভোটার তালিকায় নাম উঠেছে জাইমা রহমানের Dec 27, 2025
img
পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০০ ফিটে গাছ লাগাল বিএনপি Dec 27, 2025
img
ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান Dec 27, 2025
img
সালমান খানের জন্মদিনে সেজে উঠল বান্দ্রা-ওরলি সি লিঙ্ক Dec 27, 2025