অ্যাশেজ সিরিজে চোট-দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছেই না ইংল্যান্ডের। এবার সেই তালিকায় যুক্ত হলেন গাস অ্যাটকিনসন। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিনের সকালে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন এই ইংলিশ পেসার।
শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নিজের বোলিং স্পেলের পঞ্চম ওভারের শেষ ডেলিভারির পর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন অ্যাটকিনসন।
এরপরই মাঠ ত্যাগ করেন ২৭ বছর বয়সী এই পেসার। ইংল্যান্ড দল জানিয়েছে, ‘হালকা ব্যথা’ অনুভব করায় তাকে কিছু সময় মাঠের বাইরে রাখা হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার মূল্যায়ন করা হবে।
আগামী রোববার (৩ জানুয়ারি রাত ১১টা ৩০ মিনিট, জিএমটি) সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। তার আগে অ্যাটকিনসনের এই চোট ইংল্যান্ড শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এরই মধ্যে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই অভিজ্ঞ পেসার মার্ক উড ও জোফরা আর্চার। হাঁটুর চোটে উড এবং সাইড স্ট্রেইনে আর্চারকে হারিয়েছে ইংল্যান্ড। উডের বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে ম্যাথু ফিশারকে। এই সিরিজে এখনো মাঠে নামার সুযোগ পাননি ইংল্যান্ডের দুই পেসার ফিশার ও ম্যাথু পটস।
চলতি অ্যাশেজের প্রথম দুই টেস্টে অ্যাটকিনসনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দুই ম্যাচে তিনি শিকার করতে পেরেছিলেন মাত্র তিন উইকেট। ফলে অ্যাডিলেড টেস্টে তাকে একাদশের বাইরে রাখা হয়। তবে আর্চারের চোটের কারণে বক্সিং ডে টেস্টে আবারও দলে ফেরেন এই পেসার।
এমসিজি টেস্টে কিছুটা উন্নতির ছাপ রেখেছিলেন অ্যাটকিনসন।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নিয়েছিলেন দুটি উইকেট। ব্যাট হাতেও অবদান রাখেন, করেন ২৮ রান। ইংল্যান্ডের মাত্র তিন ব্যাটসম্যানই এই ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিলেন।
প্রথম দিনের শেষ দিকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এক ওভার বোলিং করেছিলেন অ্যাটকিনসন। শনিবার সকালে ফিরে এসে নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ডকে ক্যাচ আউট করান। তবে নিজের স্পেলের শেষ ওভারে ট্রাভিস হেডকে একটি স্লোয়ার ডেলিভারি করার পরই হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন তিনি। এরপর মাঠ ছাড়লে তার জায়গায় বদলি হিসেবে নামেন অলরাউন্ডার অলি পোপ।
আরআই/টিএ