বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শ্বশুর সাবেক নৌ বাহিনী প্রধান, সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন। শনিবার দুপুর ২টার পর রাজধানীর বনানী কবরস্থানে মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানের সঙ্গ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা দোয়া ও মোনাজাত করেন।
এর কিছুক্ষণ আগে বনানী কবরস্থানে ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে তারেক রহমান।
এ ছাড়া বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কাজ সম্পন্ন করতে দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তিনি।
এমকে/টিএ