নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশন অন্যায় আচরণ করছে বাংলাদেশ আমজনগণ পার্টির প্রতি-এমন অভিযোগ করেছেন দলের আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন।
শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক বলেন, আমাদের দলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) জমা অভিযোগ বেনামি ও পরিকল্পিত। আইন বহির্ভূতভাবে গোয়ান্দা সংস্থা দিয়ে তদন্ত করা হয়েছে।
ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি কমিশন-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, অতীতের জালিমের ভূমিকা থেকে সরে আসতে পারেনি তারা। অংশগ্রহণমূলক নির্বাচন চায় না তারা।
অদৃশ্য শক্তির প্রভাবে নির্বাচন কমিশন আমজনগণ পার্টির নিবন্ধন ইস্যুতে নীরব ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করে আজ-কালের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সনদ প্রদানের আহ্বান জানিয়ে তিনি মনোনয়নপত্র জমাদানের জন্য সময় দেয়ার অনুরোধ করেন। নির্বাচন কমিশন চরম আস্থাহীনতা ও সিদ্ধান্তহীনতা দেখিয়েছে। নিবন্ধনের বিষয়ে চাপের কাছে নতি স্বীকার করা নির্বাচন কমিশন সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে পারবে কিনা সে বিষয়ে প্রশ্ন আছে বলেও মনে করেন তিনি।
এবি/টিকে