ঝালকাঠি-১ ও ২ আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।

‎চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, ঝালকাঠি-২ (সদর উপজেলা ও নলছিটি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। অন্যদিকে ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে দলের প্রার্থী করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে।
‎দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত ৩ নভেম্বর প্রাথমিকভাবে ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং গত ৪ ডিসেম্বর ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালের নাম ঘোষণা করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে শনিবার তা চূড়ান্ত রূপ পায়।
‎ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এই অঞ্চলের রাজনীতিতে পরিচিত ও পরীক্ষিত নাম। প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টোর হাত ধরেই তার রাজনীতিতে পদচারণা শুরু। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও ২০০৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হন, তবে দীর্ঘ সময় পর এবার আবারও তাকে ঘিরে এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
‎দলীয় সূত্র জানায়, নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়ার কৌশলের অংশ হিসেবেই এবার ইলেন ভুট্টোর ওপর আস্থা রেখেছে কেন্দ্রীয় বিএনপি।

‎মনোনয়ন চূড়ান্ত হওয়ার প্রতিক্রিয়ায় ইলেন ভুট্টো বলেন, দল আমাকে যে আস্থা ও সম্মান দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। আমার লক্ষ্য—ঝালকাঠির মানুষ যেন নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না।
‎ঝালকাঠি-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পাওয়া রফিকুল ইসলাম জামাল বিএনপির মাঠপর্যায়ের একজন সক্রিয় ও পরিচিত নেতা। তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। ২০০৮ সালে প্রায় ৪০ হাজার ভোট পেয়ে দলের শক্ত ভিত্তি গড়ে তুলেছিলেন বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের।
‎রফিকুল ইসলাম জামাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। ইসলামি মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। নির্বাচিত হলে নদীভাঙন, মাদক, কৃষি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে সমাধানে কাজ করবো।

‎তিনি আরও জানান, ঝালকাঠি থেকে আমুয়া পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি।

‎নতুন সমীকরণে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে ঝালকাঠির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অভিজ্ঞ নেতৃত্ব, সাংগঠনিক প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে গণসংযোগ—সব মিলিয়ে দুই আসনেই এবার বিএনপি শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি দলটির নেতাদের।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
চিকিৎসা শেষে দেশে ফিরলেন ড. খন্দকার মোশাররফ হোসেন Dec 27, 2025
img
প্রয়োজনে সাব্বির কোন পজিশনে ব্যাট করবেন? Dec 27, 2025
img
তাইওয়ানে আঘাত হানল ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প Dec 27, 2025
img
এনসিপি নেত্রীর পোস্ট, ‘আমরা নাহিদ ইসলামকে বিশ্বাস করি’ Dec 27, 2025
img
ঠাকুরমা শর্মিলার থেকে কঠিন মুহূর্ত সামলানো শিখলেন সারা আলি Dec 27, 2025
বলিউডের ভাইজানের সম্পত্তি তালিকা Dec 27, 2025
বিকৃত ছবি ও ভিডিওর বিরুদ্ধে শিল্পার কঠোর অবস্থান Dec 27, 2025
কুমিল্লার দুর্গম পাহাড়ি পথে বাইকারদের নৈপুণ্য প্রদর্শন Dec 27, 2025
মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার উপায় | ইসলামিক টিপস Dec 27, 2025
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন, ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী Dec 27, 2025
এনসিপি–এলডিপিকে ঘিরে সমমনা জোটে বাড়ছে টানাপোড়েন Dec 27, 2025
img
বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোর্শেদ মিল্টন Dec 27, 2025
img
অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিদায় নিলেন আসাদুজ্জামান Dec 27, 2025
img
সোমবার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু Dec 27, 2025
img
লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ রাষ্ট্রদূতের Dec 27, 2025
img
পাঠান ও জাওয়ান: দর্শকের মন জয়, সংস্কৃতিতে প্রভাব Dec 27, 2025
img
সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার Dec 27, 2025
img
আরেক দফা বাড়ল রুপার দাম, ভরি কত? Dec 27, 2025
img
ঢাকায় ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি Dec 27, 2025
img
আমার অজান্তেই এলাকাবাসী নমিনেশন ফরম সংগ্রহ করেছেন : আসিফ মাহমুদ Dec 27, 2025