বলিউডে ‘ভাইজান’ খ্যাত সালমান খান শুধুই বড় পর্দার নায়ক নয়, বরং সমাজ সচেতনতার ক্ষেত্রে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। দীর্ঘ অভিনয়জীবনে তিনি বিভিন্ন চরিত্রে নিজেকে পুরোপুরি বদলে দেখিয়েছেন। এর মধ্যে একটি বিশেষ চরিত্রের জন্য তিনি নিয়েছিলেন মাত্র এক টাকা পারিশ্রমিক।
ছবির নাম ‘ফির মিলেঙ্গে’। এখানে সালমান অভিনয় করেছেন একজন এইচআইভি আক্রান্ত যুবকের চরিত্রে। সাধারণ নায়করা প্রায়শই রোমান্টিক বা অ্যাকশন চরিত্রেই সীমাবদ্ধ থাকেন, কিন্তু সলমন তখনও যুবসমাজকে সচেতন করার লক্ষ্য নিয়ে এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র গ্রহণ করেছিলেন, যেখানে ক্লাইম্যাক্সে নায়কের মৃত্যু হয়। প্রযোজক শৈলেন্দ্র সিংহ জানিয়েছেন, এই চরিত্রে অভিনয় করতে গিয়ে সলমন নিজের ভাবমূর্তির কথা ভেবে পারিশ্রমিকের জন্য চাপ নেননি।
বলিউডে এই ধরনের সামাজিক বার্তা বহন করা চরিত্র তখনও সাধারণ ছিল না। শুধু ছবিতেই নয়, সমাজসেবার ক্ষেত্রেও সলমন বহু উদ্যোগে যুক্ত শিশুদের সুস্থ জীবন নিশ্চিত করতে তার স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করছে। বলিউডে এই এক নায়ক, যিনি নিজের খ্যাতি বা অর্থের পরিবর্তে সমাজের কল্যাণকে বেশি গুরুত্ব দিয়েছেন।
এই খবর সামাজিক মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে, তেমনি অনেক নেটিজেনের কাছে সলমনের মানবিক দিককে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। ‘ফির মিলেঙ্গে’-র সেই অভিনয় এবং অনুপ্রেরণার গল্প আজও নবীন প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত হিসেবে ধরা হয়।