গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘাঘর বাজারে বিএনপির কার্যালয়ে বসে পিঞ্জরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
বিএনপিতে যোগদানকারীরা হলেন আনোয়ার হোসেন, আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকন্ঠ দেউড়ী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ, ও হাবি শেখ।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি/টিকে