বলিউডে চলচ্চিত্রের প্রচারকাল প্রায়শই তারকাদের জন্য উত্তেজনার সঙ্গে ঝুঁকিও নিয়ে আসে। সম্প্রতি সেই ঝুঁকিই অনুভব করলেন হর্ষবর্ধন রানেও। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ ছবির ওটিটি মুক্তি উপলক্ষে প্রচার কার্যক্রমে অংশ নেন অভিনেতা। বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড চত্বরে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই উত্তেজিত অনুরাগীদের ভিড় তাঁকে ঘিরে ধরল।
কেবল ভিড় নয়, অভিনেতার শার্টও ধরে টানাটানি করতে থাকেন কিছু অনুরাগী। স্বাভাবিকভাবেই হর্ষবর্ধন অস্বস্তিতে পড়েন। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা কটাক্ষের সুরে মন্তব্য করেছেন। অনেকে লিখেছেন, “ওঁকে কি খেয়ে ফেলবেন নাকি?”
এই ঘটনায় আরও একবার উঠেছে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। দিনকয়েক আগে হায়দরাবাদের এক অনুষ্ঠানে ‘দ্য রাজা সাব’ ছবির প্রচারের সময় নিধি আগরওয়াল একই রকম পরিস্থিতির শিকার হয়েছিলেন। সমান্থা রুথ প্রভুর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটে। বারবার এই ধরনের সীমালঙ্ঘনের কারণে প্রশ্ন উঠেছে, কেন অনুরাগীরা নিজেরা নিয়ন্ত্রণ হারান এবং তাদের উত্তেজনা কখনও কখনও তারকাদের জন্য বিপদ ডেকে আনে।
অভিনেতা ও চলচ্চিত্র পরিচালকেরা অবশ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা করছেন। তবু অনুরাগীদের অতিরিক্ত উচ্ছ্বাস কখনও কখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনার পর হর্ষবর্ধনের জন্য আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
আরপি/টিকে